কুলাউড়া, মৌলভীবাজার প্রতিনিধিঃ বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আর্থিক অন্তর্ভুক্তি ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি কুলাউড়া উপশাখার আয়োজনে সম্প্রতি একটি আর্থিক সাক্ষরতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ কার্যক্রমে স্থানীয় ব্যবসায়ী, কৃষক, শিক্ষার্থী এবং সাধারণ জনগণের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। অনুষ্ঠানে ব্যাংকিং সেবা, সঞ্চয়ের গুরুত্ব, নিরাপদ লেনদেন, মোবাইল ব্যাংকিং, আর্থিক প্রতারণা থেকে রক্ষা পাওয়ার উপায়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃতৈয়বুর রহমান,সুপার গিয়াসনগর ইসলামীয়া দাখিল মাদ্রাসা।তিনি বলেন,ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষকে নিয়ে এরকম কার্যক্রম ও ইসলামিক ব্যাংকিংয়ে জনসচেতনতা বাড়ানোর জন্য কতৃপক্ষ প্রশংসার দাবিদার।কুলাউড়া উপশাখার ব্যবস্থাপক জনাব খন্দকার আনোয়ার মাসুম। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের এই মহতী উদ্যোগের মাধ্যমে সাধারণ জনগণকে আর্থিক খাতে সম্পৃক্ত করার পাশাপাশি সচেতন করাও আমাদের দায়িত্ব। সোশ্যাল ইসলামী ব্যাংক সবসময় গ্রাহকবান্ধব সেবা দিতে বদ্ধপরিকর এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক বাংলার রুপ পত্রিকার মৌলভীবাজার জেলার প্রতিনিধি ছয়ফুল ইসলাম, কুলাউড়া উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃফয়সাল আহমেদ নিয়াজী। ব্যাবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি,তানিম হোসেন রুহিন সাধারণ সম্পাদক বাংলাদেশ যুব অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে তথ্যপত্র ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
Leave a Reply