1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ২৫ মে ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীর জন নিরাপত্তা বিঘ্নকারী ট্রাইব্যুনাল ও দায়রা জজ -২ আদালতে দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড ৬ মাসের শিশুর গলায় লিচুর বিচি আটকে মর্মান্তিক মৃত্যু সারজিসকে আইনি নোটিশ, চাইতে হবে প্রকাশ্য ক্ষমা লামায় চার দশকেও অসমাপ্ত গজালিয়া-ডিসিরোড হয়ে -আজিজনগর সড়ক বার বার নির্বাচিত পাটগাতী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য গাজী আবদুল হান্নানের পক্ষ থেকে অগ্রীম ঈদুল আজহার শুভেচ্ছা ডুমুরিয়ার গরু রাজা মানিক কে গোয়াল ঘর ভেঙে বের করতে হবে ছোটদের ছবি আঁকা নিয়ে প্রতিজ্ঞা, পাবনার বিশেষ আয়োজন বগুড়ায় ৪ কেজি গাজা সহ একজন গ্রেফতার রাজবাড়ী বসন্তপুর ইউপির মাঝে ঈদুল আযহা উপলক্ষে ১০কেজি ভিজিএফ চাউল বিতারণ মারাইংতং পাহাড়ে বৌদ্ধ মন্দিরের ভান্তে উঃ উইচারা’র বিরোদ্ধ সংবাদ সম্মেলন

কালীগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক মোহাম্মদ রশীদুজ্জামান আর নেই

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৩৫ বার

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশের গাজীপুর জেলার iকালিগঞ্জ উপজেলার কৃতি সন্তান প্রথিতযশা শিক্ষাবিদ, দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষণার অন্যতম ব্যক্তিত্ব এবং  বুদ্ধিজীবী অধ্যাপক মোহাম্মদ রশীদুজ্জামান আর নেই। স্থানীয় সময় বুধবার (২১ মে) সকালে যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের নিজ বাসভবনে বার্ধক্যজনিত  কারণে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

অধ্যাপক রশীদুজ্জামান গাজীপুর জেলার কালীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড অন্তর্গত ভাদার্ত্তী গ্রামের কৃতিসন্তান। তাঁর পিতা মৌলভী বদরুজ্জামান ছিলেন  স্কুল শিক্ষক।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছোট ভাই, যুক্তরাষ্ট্রের অস্টিন পি স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান ও লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মানিক।
অধ্যাপক রশীদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এক দশকেরও বেশি সময় শিক্ষকতা করেন। ১৯৬৪ সালে তিনি যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৯৭০–৭৩ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল গবেষণায় যুক্ত ছিলেন। এরপর তিনি স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন এবং শিক্ষকতা ও গবেষণার মাধ্যমে নিজেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে সুপ্রতিষ্ঠিত করেন।
তিনি যুক্তরাষ্ট্রের রোয়ান ইউনিভার্সিটির (Rowan University, New Jersey) রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দীর্ঘদিন অধ্যাপনায় নিযুক্ত ছিলেন এবং পরবর্তীতে অধ্যাপক ইমেরিটাস হিসেবে অবসর গ্রহণ করেন। দক্ষিণ এশিয়ার রাজনীতি, মুসলিম পরিচয়, উপনিবেশ-উত্তর রাষ্ট্রব্যবস্থা ও রাজনৈতিক ইসলাম নিয়ে তাঁর গবেষণা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়।তার গবেষণাকর্ম দক্ষিণ এশিয়া বিষয়ক আন্তর্জাতিক জার্নালে নিয়মিত প্রকাশিত হয়েছে। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহের মধ্যে রয়েছে:
The Central Legislature in British India, 1921–1947 (Peter Lang, ২০১৯)
Politics and Administration in the Local Councils in East Pakistan (Oxford University Press, ১৯৬৮)
Pakistan: A Study of Government and Politics (Ideal Library, ১৯৬৭)
Nobojuger Rajniti o Sorkar (Kendall/Hunt Publishing, Iowa, ১৯৯৩)
Identity of a Muslim Family in Colonial Bengal: Between Memory and History (Peter Lang, ২০২১)
Parties and Politics in East Pakistan, 1947–71: The Political Inheritances of Bangladesh (Peter Lang, ২০২৫)
এছাড়াও তাঁর গবেষণাপত্রসমূহ প্রকাশিত হয়েছে Asian Survey, Pacific Affairs, Current History, Contemporary South Asia, এবং Journal of South Asian and Middle Eastern Studies-এর মতো বিশ্বখ্যাত জার্নালে।
অধ্যাপক রশীদুজ্জামান ছিলেন মৃদুভাষী, নিরহংকারী, বিনয়ী  অত্যন্ত প্রজ্ঞাবান একজন মানুষ। তিনি ছাত্রদের কেবল পাঠ্য জ্ঞানে নয়, বরং চিন্তাশীল, উদ্যোগী ,সৃজনশীল,দায়িত্বশীল, ও নৈতিক মানুষ হিসেবে গড়ে  উঠার দিকে উদ্বুদ্ধ করতেন।তাঁর এক প্রাক্তন ছাত্র জানান, স্যার শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন আমাদের পথপ্রদর্শক ও অভিভাবক। অধ্যাপক রশীদুজ্জামানের মৃত্যুতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ—উভয় দেশে শিক্ষাবিদ, গবেষক, প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কালীগঞ্জবাসী গর্ব ও শ্রদ্ধার সাথে স্মরণ করছে তাঁদের এই অনন্য কৃতিসন্তানকে, যিনি বাংলাদেশের ইতিহাস, রাজনীতি এবং পরিচয়ের প্রশ্নে আন্তর্জাতিক পরিসরে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews