মাশফিকুর রহমানঃ মৌলভীবাজার জেলা শ্রমিকদলের উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার বিকাল ৩ ঘটিকায় মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা বেড়িরপার থেকে মৌলভীবাজার জেলা শ্রমিকদলের উদ্যোগে এক বিশাল র্যালি বের হয়ে মৌলভীবাজার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। র্যালির উদ্বোধন করে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র মৌলভীবাজার জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন ।
পরে বিকাল ৫ ঘটিকায় পৌরসভার মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মৌলভীবাজার জেলা শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম খাঁন রসিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’ মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক ফয়সল আহমেদ, মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএম এ মুক্তাদির রাজু,মৌলভীবাজার জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক শামসুল হক,মৌলভীবাজার জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মৌলভীবাজার সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হাফেজ আহমেদ মাহফুজ,সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আমির মোহাম্মদ, পৌর যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান শিপন ,পৌর যুবদলের সিনিয়র -যুগ্ম-আহ্বায়ক শিবলু আহমেদ, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাযহারুল ইসলাম মহসিন, মৌলভীবাজার জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহান চৌধুরী, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইহাম মুজাহিদ, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শেখ মুহিত,মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ফুয়াদ ইসলাম, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম,মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন হোসেন, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান খাঁন, মৌলভীবাজার সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাব্বির আহমেদ,মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদল নেতা ওয়ালিদ এহসান চৌধুরী নাহিদ, প্রমুখ।
মৌলভীবাজার জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী র্যালিটিতে অংশ নেন।
Leave a Reply