“ফাতেমাতুজ্জোহরা”
এস এম মনিরুজ্জামান আকাশ
মনোয়ারা হালিম পাবলিক লাইব্রেরি
একদিন সাহিত্য আড্ডার ক্ষনে,
কোন এক সাবালিকার কথাই
যাচ্ছি বিচলিত হয়ে বলে স্মৃতিস্মরনে!
আড্ডায় যত সদস্যগন সকলে
আমায় ধরে বসে; যাই তার কথা বলে,
আমার সাথে হয় পরিচয় তার
সাঁথিয়ায় পরীক্ষা কেন্দ্রের হলে …
কৌশলে ডাকি তাকে ভাবী! হয়ে উদাসী
তার হাসির ছটা আছে স্মরনে,
কত কিছু বলে সে আমারে
বলি আমার ভাইয়ের কথা উচ্চারনে !
এভাবে পরীক্ষার হলে হয় বন্ধুত্ব
সে এখনও আছে হৃদয়ের এ মাঝে,
বছর টি ছিল ২০০৪ঈশায়ী
মাসটি ছিলো মহান মে সমাজে …
পরীক্ষার নাম ছিলো এইচএসসি
কেন্দ্র সাঁথিয়া স্নাতক মহাবিদ্যালয়,
দেখা হতো নিবিড় আলাপনে
হতো যে কথা মুক্ত আলাপচারিতায়!
সে যে অসাধারণ এক অপরুপা
তাকে মনে পড়ে অগোচরে গহীনে,
পিতার নয়নের মনি সে বন্ধুটি
রেখেছি তাকে হৃদয়ের সিংহাসনে!
পিতার নামটি ন ইসলাম
শেষ দেখা হয় তার সাথে ১১ই জুনে,
ভাবি! আজ নিভৃতে এককী
আমার কথা কি…আছে তার মনে!
হয়নি তার সাথে আর দেখা কোনদিন
করিনি এতটুকুও চেষ্টা সাক্ষাতের,
ভালো লেখেছিল তাকে অপরিমেয়
ছদ্মনামে পরিচিত হতে চেয়েছি ঢ়েড়!
নতুন যৌবনের শুরুতে দেখা সে
আচমকা হৃদয়ের কাঙ্খিত নারী,
হতে পারিনি কৃতজ্ঞতায় আমি
এতটুকুও প্রেম চেয়ে পূঁজারী…
হয়তো জানি সে খুঁজেছে আমায়
অজস্রবার শত লোকের ভীড়ে,
আজ মনে পড়ে কথা তার সংগোপনে
কেনো আমি যাইনি একটিবার ফিরে!
করেছি সরল মনে তার সাথে
ছদ্মবেশে প্রতারনার বীজ বপন,
না জানি সে অজান্তেই আমায়
করেছে কতটা একান্তে আপন!
পাপের ঘ্রাণে আজ আমি নিমজ্জিত
আমি আজ নির্বাক অবরুদ্ধ প্রেমিক,
যেদিকে তাকাই শুধু দেখি অন্ধকার
ধোঁয়াটে আজ আমার চতুর্দিক…
আমি মুক্তি পেতে চাই এ প্রতিকুলতায়
হতে চাই মুক্ত প্রেমের পায়রা এ জীবনে,
জানি আসবেনা! এহেন পরিস্থিতিতে
আমার মুক্ত প্রেম ফিরে এ ভূবনে…
ক্ষমা করে দিও হে আমার কৃতকর্ম
সব টুকু ভুল যা জীবনে অবিচ্ছেদ্য,
নয়তো মিলবে না প্রশান্তি কখনো
জীবনকে করবে গতিহীন অপ্রতিরোধ্য!
হোক জীবনের প্রথম সারির প্রেম
বিদূরিত জীবনের ছায়া পথ থেকে,
কাউকে আর ঠকাবো নাকো যদি
আসে জীবনকে রাঙাতে সুখে…
যত ত্রুটি-বিচ্যূতি আছে জীবনে
হোক আজি অবসান মুক্ত প্রাণে-
আমি নির্মল আনন্দ খুঁজে পাবো
সুকন্যার প্রেম তপ্ত মনে নিবিড় ধ্যানে……
(রচনাকালঃ ষোলই এপ্রিল’২০০৫ঈশায়ী, রোজঃশনিবার,
দুপরঃ০২:৩১_০৩:০০,সংযুক্তি:ভাবি_একাকী,
রাতঃ১২:০৫–১২ই এপ্রিল’২০০৫ইং–১২:৩১)
Leave a Reply