চেতনার বিষ বাষ্পে থাকুক অস্তিত্বটুকু টিকে-
অমলিন যেনো না হয় একটিও পদক্ষেপ জীবনে,
ধরাশায়ী হোক সকল অশুভ শক্তি বিনাশী যা,
হোক সমাদৃত সকল প্রানে রপ্ত হোক সভ্যতা,
পাক সজীবতা নির্মল প্রান মানবিকতায় ভুবনে,
যায়না যেনো কারো জীবনের রং এতটুকুও ফিকে!
শত সহস্র বছরের অভিজ্ঞতা ঐতিহ্যে এ জাতি,
বীরগাঁথা মনোবলে বলীয়ান হয়ে সমুন্নত রেখে শির,
দোলায়নি নোয়ায়নি আত্মসমর্পণে বাহু সম্মুখে –
ষড়যন্ত্রের চালে নারীর আঁচলে নির্বাসিত হয়েছে সুখে,
লোভের মোহে হয়েছে পথহারা বেঈমানীতে অস্থির,
সীমার মীরনেরা কাল-কালান্তরে করেছে অসাধ্য ক্ষতি।
আদি পিতার সময় থেকে কারবালার বিষাদময় ক্ষনে,
হয়েছে হাজার কোটি প্রানের বলীদান রক্তপাত,
হয়েছে ষড়যন্ত্র চক্রান্তের জাল বোনা বছর মাস দিনে-
পৃথিবী আবর্তিত হয়েছে আজ অবধি সেই নারীর কারনে,
সময়ের কাটায় দেখি এখন রোজ সেই নারীর সাক্ষাত,
হয়েছে এই পৃথিবী সৃজন যড়যন্ত্র সময় ও নারীর কারনে।
নারী ও সময়ের গতি ঘুর্নায়মান দিক বোঝা বড় দায়,
নারী ফিরতে পারে বা নাও পারে সময় আসেই ফিরে,
পরিস্থিতি তৈরী করে সংকট পরিবেশ করে বৈরী আচরণ-
কেউ না থাকলেও পাশে থাকে সময়ই হয়ে বড্ড আপন,
হয়তো সময় আসবে নতুন সময় সাথে নিয়ে ফিরে,
সময় বলেনা যাই, আবার আসবো ফিরে বলে আসে সহসাই…….
এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-সমাজবিজ্ঞান বিভাগ, প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ, চাটমোহর,পাবনা।
(তারিখঃ দশই এপ্রিল ২০২৫ ঈশায়ী,
রাতঃ ১১:৩০__১১:৫৫,
মনোয়ারা হালিম কাব্যকুঞ্জ, চাটমোহর, পাবনা)
Leave a Reply