মাহমুদুল হাসান জনি, ষ্টাফ রিপোর্টারঃ চৌদ্দগ্রামের বাতিসায় সরকারি জাযগায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বাতিসা বাজারের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারওয়ার লিমার নেতৃত্বে উচ্ছেদ অভিযানে সহায়তা করে সেনাবাহিনী ও পুলিশের পৃথক টিম।
জানাগেছে বাতিসা -তারাশাইল সড়কের জায়গা দখল করে বসন্তপুর গ্রামের আওয়ামীলীগ নামধারী কতিপয় ব্যক্তি অবৈধ স্হাপনা নির্মাণ করে দোকান বাড়া দিয়ে আসছিল।
এতে ওই সড়কে দুইটি গাড়ি একসাথে ক্রসিং সহ মানুষ চলাচলে ভোগান্তি সৃষ্টি হতো। এ বিষয়ে জেলা প্রশাসন থেকে বারবার অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করে রাস্তার প্রশস্ততা বৃদ্বি করার লক্ষ্যে এবং অবৈধ স্থাপনা সরাতে বার বার লিখিত ও মৌখিক নোটিশ প্রদান করা হয়েছিল। অথচ অবৈধভাবে থাকা তিনটি দোকান মালিক ও ভাড়াটিয়ারা সরে যাওয়ার বিষয়টি কর্ণপাত না করায় জেলা প্রশাসনের নির্দেশক্রমে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারওয়ার লিমা বুধবার সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় ওই সড়কে চলাচলকারী যানবাহন ও সকল শ্রেণীপেশার মানুষ ধন্যবাদ জানিয়েছে উপজেলা প্রশাসনকে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারওয়ার লিমা সা্যবাদিকদের কে জানান, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা রাস্তার মাথায় উচ্ছেদ অভিযান চালিয়ে সরকারি জায়গা উদ্ধার করা হয়। উচ্ছেদকৃত জায়গা আবার কেউ দখল করলে দখল কারীদের বিরুদ্বে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সরকারি জায়গায় নির্মানাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে’।
Leave a Reply