1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন

২০২৫ সালে রওনা দেওয়া বিমানটি গন্তব্যে পৌঁছায় ২০২৪ সালে

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ১০ বার

বাংলার রূপ ডেস্কঃ ক্যাথে প্যাসিফিকের একটি বিমান হংকং থেকে ২০২৫ সালের পয়লা জানুয়ারির  রাত ১২টা ৩৮ মিনিটে যাত্রা শুরু করে। নির্ধারিত সময়ে সেটি যখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে পৌঁছায়, তখনও সেখানকার ঘড়ির কাঁটায় বাজে ৩১ ডিসেম্বর রাত ৮টা ৫৫ মিনিট। অর্থাৎ ২০২৫ সালে রওনা দেওয়া বিমানটি পৌঁছায় ২০২৪ সালে।

ফ্লাইট রাডার-২৪ ডটকমের তথ্য বলছে, সময়ের এ তারতম্যের কারণে নববর্ষ শুরু হওয়া দেশ থেকে কোনো ফ্লাইট রওনা করলে সেটি যুক্তরাষ্ট্রসহ সমগোত্রীয় দেশে পৌঁছায় ২০২৪ সালে। যেমন, নববর্ষের প্রথম প্রহরে হংকং থেকে রওনা দেওয়া একটি বিমান যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে পৌঁছায় পুরোনো বছর ২০২৪ সালেই।

বাংলাদেশসহ বিশ্বের বহু দেশে নববর্ষের যাত্রা শুরু হয়েছে। কিন্তু এখনও অনেক পশ্চিমা অঞ্চলে ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের রাত। সিএনএনের এক প্রতিবেদন বলছে, বিশ্বের ৩৯টি ভিন্ন সময় অঞ্চলজুড়ে নতুন বছরকে স্বাগত জানাতে ২৬ ঘণ্টা সময় লাগে। তাই  বিশ্বব্যাপী পুরোদমে ২০২৫ সাল গণনায় আরও কিছু সময় অপেক্ষা করতে হচ্ছে।

এ সময়ের মধ্যে কোনো অঞ্চল নববর্ষের আনন্দে মাতলেও পৃথিবীর অন্য প্রান্তে পুরোনো বছর শেষের ক্ষণ গণনা চলছে। এ মারপ্যাঁচেই গ্রিনিচ মান সময়ে এগিয়ে থাকা হংকংসহ বিভিন্ন অঞ্চলে নববর্ষ এলেও যুক্তরাষ্ট্রসহ সম অঞ্চলের রাতটি তখনও ২০২৪ সালের।

বিশ্বে সবার আগে নতুন বছর ২০২৫ সালকে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ কিরিবাতি। নববর্ষ উদযাপনকারী প্রথম এই দেশটির বৃহত্তম ক্রিসমাস দ্বীপ সবার আগে নতুন বছরে পদার্পণ করেছে। এরপরই দ্বিতীয় দেশ হিসেবে নতুন বছরকে আতশবাজির ঝলকানিতে বরণ করে নিয়েছে ওশেনিয়া অঞ্চলের দেশ নিউজিল্যান্ড। আর শেষ অঞ্চল হিসেবে হাওয়াই, আমেরিকান সামোয়াসহ যুক্তরাষ্ট্রের অনেক দ্বীপে নববর্ষ উদ্‌যাপিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews