মোঃ সাজাহান আলী: গ্রামবাসীর পক্ষ থেকে মসজিদ কমিটির সেক্রেটারি প্রিন্সিপাল আব্দুল মতিন মনির নেতৃত্বে। কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়ীয়া জামে মসজিদ প্রাঙ্গণে শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বিশেষ আয়োজন অনুষ্ঠিত হবে।
আয়োজনে থাকবে কোরআন তেলাওয়াত, জিকির-আজকার, নবী করীম হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী নিয়ে আলোচনা এবং সকল রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মোনাজাত অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত মুসল্লি ও গ্রামবাসীর জন্য খিচুড়ির আয়োজন করা হয়েছে বলে মসজিদ কমিটি সূত্রে জানা গেছে।
আল্লাহ তাআলা কোরআনে বলেন:
“আমি তো তোমাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছি।”
রাসূলুল্লাহ বলেছেন: “আমি তো রহমতস্বরূপ প্রেরিত হয়েছি।”
এ থেকে বোঝা যায়, নবীজীর জন্ম ও আগমন মুসলিম উম্মাহর জন্য মহান নিয়ামত। তাঁর জীবনী অধ্যয়ন, দরুদ পাঠ ও আলোচনার মাধ্যমে ঈদে মিলাদুন্নবী পালন করা ইবাদতের অন্তর্ভুক্ত হতে পারে।
Leave a Reply