বাছেদ হোসাইন: নিজেদের অধিকার রক্ষায় মঙ্গলবার কেন্দ্রীয় সংসদের ভোট দিতে যাচ্ছেন ঢাকা বিশ্বদ্যিালয়ের শিক্ষার্থীরা। এর মধ্য দিয়ে গঠিত হতে যাচ্ছে ৩৮তম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ বা ডাকসু।
গঠনতন্ত্র অনুযায়ী, ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থী অধ্যয়নরত অবস্থায় থাকলেই কেবল ভোটার হতে পারবেন। আর ভোটার হতে পারলেই তিনি ডাকসু বা হল সংসদে প্রার্থী হতে পারেন।
মোট ভোটার সংখ্যা- ৩৯ হাজার ৮৭৪ জন
ছাত্রী: ১৮ হাজার ৯৫৯ জন
ছাত্র: ২০ হাজার ৯১৫
ভোট কেন্দ্র: ৮টি
ভোটগ্রহণ: ৯ সেপ্টেম্বর, সকাল ৮টা থেকে বিকাল ৪টা
ডাকসুতে প্রার্থী
মোট প্রার্থী ৪৭১ জন
পুরুষ প্রার্থী ৪০৯ জন
নারী প্রার্থী ৬২ জন
পদের সংখ্যা ২৮টি
কোন পদে কত প্রার্থী
সহ-সভাপতি (ভিপি): ৪৫ জন
সাধারণ সম্পাদক (জিএস): ১৯ জন
সহ-সাধারণ সম্পাদক (এজিএস): ২৫ জন
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ১৭ জন
কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: ১১ জন
আন্তর্জাতিক সম্পাদক: ১৪ জন
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: ১৯ জন
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ১২ জন
গবেষণা ও প্রকাশনা সম্পাদক: ৯ জন
ক্রীড়া সম্পাদক: ১৩ জন
ছাত্র পরিবহন সম্পাদক: ১২ জন
সমাজসেবা সম্পাদক: ১৭ জন
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: ১৫ জন
মানবাধিকার ও আইন সম্পাদক: ১১ জন
ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক: ১৫ জন
১৩ সদস্য পদের বিপরীতে প্রার্থী: ২১৭ জন
হল সংসদের প্রার্থী
হল সংসদের সংখ্যা- ১৮টি
মোট পদ- ২৩৪
প্রতি হলে পদ সংখ্যা- ১৩টি
১৮ হলে মোট প্রার্থী- ১ হাজার ৩৫ জন
১৩ ছাত্র হলের প্রার্থী সংখ্যা- ৮৫০
৫ ছাত্রী হলের প্রার্থী সংখ্যা- ১৮৫
কোন হলে কত প্রার্থী
ড. মুহম্মদ শহীদুল্লাহ হল-৫৯ জন
সলিমুল্লাহ মুসলিম হল- ৬২ জন
জগন্নাথ হল- ৫৫ জন
ফজলুল হক মুসলিম হল- ৫৮ জন
শহীদ সার্জেন্ট জহুরুল হক হল- ৭৫ জন
সূর্যসেন হল- ৭৫ জন
হাজী মুহম্মদ মুহসীন হল- ৬০ জন
কবি জসীম উদ্দীন হল- ৬৮ জন
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল- ৭৩ জন
শেখ মুজিবুর রহমান হল- ৫৯ জন
অমর একুশে হল- ৭৬ জন
বিজয় একাত্তর হল- ৬৮ জন
স্যার এ এফ রহমান হল- ৬২ জন
রোকেয়া হল- ৪৫ জন
শামসুন নাহার হল- ৩৫ জন
বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল- ৩১ জন
শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল- ৩৬ জন
কবি সুফিয়া কামাল হল- ৩৮ জন
কোন কেন্দ্রে কার ভোট
১. কার্জন হল কেন্দ্র: ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক মুসলিম হল।
২. শারীরিক শিক্ষা কেন্দ্র: জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হল।
৩. ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি): রোকেয়া হল
৪. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র: বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল
৫. সিনেট ভবন কেন্দ্র: স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল ও বিজয় একাত্তর হল
৬. উদয়ন স্কুল অ্যান্ড কলেজ: সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদদীন হল।
৭. ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র: কবি সুফিয়া কামাল হল।
৮. ইউ ল্যাব স্কুল অ্যান্ড কলেজ: শামসুন নাহার হল
কোন কেন্দ্রে কত ভোট
১. কার্জন হল কেন্দ্র: ৫০৭৭
২. শারীরিক শিক্ষা কেন্দ্র: ৪৮৫৩
৩. ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি): ৫৬৬৫
৪. ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র: ৪৭৫৫
৫. সিনেট ভবন কেন্দ্র: ৪৮৩০
৬. উদয়ন স্কুল এন্ড কলেজ: ৬১৫৫
৭. ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র: ৪৪৪৩
৮. ইউ ল্যাব স্কুল এন্ড কলেজ: ৪০৯৬
কোন হলের কত ভোট
সলিমুল্লাহ মুসলিম হল- ৬৬৫
কবি জসীম উদ্দীন হল-১২৯৮
অমর একুশে হল- ১৩০০
স্যার এ এফ রহমান হল-১৩৮০
হাজী মুহম্মদ মুহসীন হল-১৪০৭
সূর্যসেন হল-১৪৯৫
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল- ১৬০৯
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল- ১৭৫৩
ফজলুল হক মুসলিম হল- ১৭৭২
শহীদ সার্জেন্ট জহুরুল হক হল- ১৯৬৩
ড. মুহম্মদ শহীদুল্লাহ হল- ২০০৫
বিজয় একাত্তর হল- ২০৪৩
জগন্নাথ হল-২২২৫
রোকেয়া হল- ৫৬৬৫
বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল- ২১১০
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল-২৬৪৫
শামসুন নাহার হল- ৪০৯৬
কবি সুফিয়া কামাল হল-৪৪৪৩
ব্যালট: ওমএমআরে ভোট, গণনা মেশিনে
সাত পৃষ্ঠার অপটিক্যাল মার্ক রিকগনিশন বা ওএমআর ফর্মে গ্রহণ করা হবে ডাকসু ও হল সংসদের ভোট।
ডাকসুর ওএমআর শিট: ৬ পাতার প্রতিটি হল সংসদের ওএমআর শিট-১ পাতার
ব্যালটে থাকবে- পদের নাম, ব্যালট নম্বর, প্রার্থীর নাম এবং ভোট চিহ্ন দেওয়ার ঘর
আটটি কেন্দ্রে ১৪ মেশিনে ভোট গণনা হবে।যেগুলোর কোনোটির স্ক্যানিং স্পিড- ঘণ্টায় ৫০০০, কোনোটির ৮০০০ পাতা। ফল ঘোষণা: নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে
Leave a Reply