এস এম মনিরুজ্জামান আকাশ
কে বা কাহারা এই ক্ষনে বৈষম্য নিয়ে হইবে সোচ্চার-
কার কি আর দায় পড়িয়াছে দেশ কে নিয়ে ভাবার!
যে যার ভাবনা ব্যতি ব্যস্ত প্রান বাঁচাতে আপন চাচা-
ভীত সন্তোস্ত রুপে জপছে যে চাচা আপন প্রান বাঁচা!
বুকের ভেতর দুরুদুরু মুখে নেই আনন্দের লেশ-
কেমন করে বলবে কথা যদি হতে মব তন্ত্রে শেষ,
কেমন করে প্রকাশ করতে যে হয় সবই গেছে ভুলে-
প্রতিবাদে বিদ্রোহী ভাব রেখেছে লোকে শিকায় তুলে!
অনেকে বজ্র কন্ঠ স্বরে বলেছে আগে অনেক কথা-
এখন তারা কথা বলতে পরিবার থেকে পায় বাঁধা-ব্যথা,
মুক্তি সংগ্রামের চেতনা ভূলুণ্ঠিত স্বৈরাচারী তখমায়-
আগের দিনে কাকের মাংশ খেতোনা কাক এখন খায়!
ষড়যন্ত্র চক্রান্তের শেকলে আটকে আছে বাংলাদেশ-
রক্তের দাগ লাশের গন্ধ শুকোয়নি চলমান পরিবেশ,
লাশ পড়ছে, লাশ ভাসছে এ যে লাশের মুল্লুক বুঝি-
প্রয়োজন আবার মুক্তিযুদ্ধের তরে বীর সৈনিক খুঁজি!
সোনার বাংলা, রুপসী বাংলা যে যাই বলিনা ভাবনায়-
রক্তাক্ত আজ বাংলা মা শুকুনের ঠোঁট ও নখের ঘায়,
আহাজারিতে আকাশ ভারী আজ স্বাধীন বাংলার বুকে-
প্রতিবাদের ভাষা হারিয়ে মুক্তিযোদ্ধারা কাঁদে ধুঁকে ধুঁকে।
সময় এখনো যায়নি বয়ে,ধ্বংস হয়নি দেশ পুরোপুরি-
এখনো সচেতন দেশপ্রেমিক জনতা দাড়াতে পারে ঘুরি,
সম্প্রীতি সৌহার্দ্যতা মমত্ববোধের ক্ষয় থেকে রক্ষা পেতে-
দেশপ্রেমিক এখনই রুখে দাঁড়াও দেশপ্রেমে অস্ত্র কলম হাতে!
Leave a Reply