এইচ এম রবিউল: বরগুনার তালতলী উপজেলার ফকিরহাট এলাকার প্রধান সড়ক দীর্ঘ ৬ বছর ধরে অযত্ন ও অবহেলায় পড়ে আছে। প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই সড়কটি মেরামতের অভাবে বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী এবং শিক্ষার্থীরা।
ফকিরহাট এলাকা দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ মাছের বাজার হিসেবে পরিচিত। প্রতিদিন এখানে কোটি টাকার মাছ বেচাকেনা হতো, যা বরগুনা জেলার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখত। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে বড় ট্রাক ও পরিবহন যানবাহন বাজারে প্রবেশা করতে পারছে না। এতে ব্যবসায়ীরা বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন। মাছ পরিবহনে সমস্যা সৃষ্টি হওয়ায় বাজারের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এলাকার শিক্ষার্থীরাও পড়েছেন চরম দুর্ভোগে। সড়কের এই তিন কিলোমিটার পথ ব্যবহার করে প্রতিদিন বহু শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। কিন্তু রাস্তার ভাঙাচোরা ও কাদামাখা পরিস্থিতির কারণে তারা নিয়মিতভাবে ক্লাসে পৌঁছাতে পারছে না। বর্ষা মৌসুমে সড়কটি আরও বিপজ্জনক হয়ে ওঠে।
স্থানীয়রা জানান, ফকিরহাট এলাকার উন্নয়ন প্রকল্পের আওতায় বহুবার সড়ক সংস্কারের দাবি জানানো হলেও এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থাকা এই সড়কটি শুধু ব্যবসা-বাণিজ্য নয়, এলাকার শিক্ষা ও জনজীবনের জন্য বড় ধরনের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়দের দাবি, দ্রুত এই গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার ও উন্নয়ন করা হোক, যাতে মাছ ব্যবসার প্রাণকেন্দ্র ফকিরহাট বাজার আবারো আগের অবস্থায় ফিরে যেতে পারে এবং শিক্ষার্থীরা নির্বিঘ্নে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে পারে।
Leave a Reply