1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের প্রস্তুতি নিন: কালীগঞ্জে ফজলুল হক মিলন শিবগঞ্জে বিএনপির আয়োজনে হাজার হাজার জনতার ঢল। চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পলাশতলী ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল সংবাদকর্মীর বিরুদ্ধে মিথ্যা নারী ও শিশু নির্যাতন মামলার অভিযোগ হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রস্তাবলী বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেছারাবাদে আনন্দ মিছিল ও সমাবেশ নাঙ্গলকোটে জমি নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল বৃদ্ধের মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু নেছারাবাদে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

‎দুর্গাপুরে মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৪৭ বার

স্টাফ রিপোর্টার: রাজশাহী দুর্গাপুরে মিথ্যা সংবাদ ও অসাংগঠনিক কার্যকলাপের বিরুদ্ধে উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা একটি সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে দুর্গাপুর পৌর শ্রমিক দলের আহ্বায়ক আবুল কালামের সভাপতিত্বে, রবিবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার সময় দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠন।


‎এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সদস্য মাহাবুর রহমান, জেলা যুবদলের সদস্য মাসুম রানা, জেলা যুবদলের সদস্য খোদা বক্স, জেলা যুবদলের সদস্য রেন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আঃ আলেক, মিলন, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম জেমস, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মাহামুদুল হাসান, যুগ্ন-আহ্বায়ক আনারুল ইসলাম, যুবদল নেতা সানোয়ার হোসেন টুটুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আঃ খালেক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলামী সরকার, পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান, পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক ফারুক মজুমদার, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক মজনুর রহমান, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুর রহমান, জেলা প্রজন্ম দলের সাধারন সম্পাদক সুজন আলী, পৌর শ্রমিকদলের সদস্য সচিব আসাদুজ্জামান রিপন, পৌর ছাত্রদলের সদস্য সচিব এসএম সাকিব, দুর্গাপুর ডিগ্রী কলেজের ছাত্রদলের সভাপতি সাগর আহম্মেদ, সাধারন সম্পাদক জামিউল ইসলাম লিয়ন, ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন, মনিরুল ইসলাম, রানা হামিদ, জীবন, বাতেনসহ দুর্গাপুর প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের সকল কর্মরত সাংবাদিক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শুনান দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাহিদুল হক বিদয়। তিনি জানান, গত শুক্রবার (২৯ আগস্ট)  বিকেল ৫ টার সময় এনসিডিপির হাট মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি আয়োজিত প্রস্তুতি সভাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। প্রস্তুতি সভায় ত্যাগী ও আওয়ামীলীগ কর্তৃক নির্যাতিত একাধিক মামলার আসামী, জুলাই  যোদ্ধা ও বিএনপির অঙ্গ সংগঠনের সাবেক ও বর্তমান কমিটির পদের নেতাদের আমন্ত্রণ না জানানো এবং সেই অনুষ্ঠানে মঞ্চের সামনের সারিতে বিতর্কিত ও আওয়ামী সুবিধা ভোগী কিছু ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন যা অত্যান্ত লজ্জাজনক।
‎যা আমাদের পক্ষে মেনে নেয়া কোন ভাবেই সম্ভব ছিলনা। পরে আমরা ওই অনুষ্ঠানে বিষয় গুলি নিয়ে প্রতিবাদ করি এবং সিনিয়র নেতাদের অনুরোধ করি পুনরায় আগামীকাল প্রস্তুতি সভা করা হোক এবং অবশ্যই সেই সভাতে বিতর্কিত আওয়ামী সুবিধাভোগী ব্যক্তি বর্গকে বাদ দিয়ে সভা করা হোক।

‎তিনি আরও বলেন, এরপর গত (৩০ আগস্ট) শনিবার আমাদের বিরুদ্ধে দুর্গাপুর বাজারে একটি প্রতিবাদ মিলছিল আয়োজিত হয়। সেখানে দেশিয় অশ্র লাঠি প্রদর্শন করা হয় এবং বক্তৃতায় সিনিয়র নেতারা যেভাষা প্রয়োগ করে তা অত্যান্ত দুঃখজনক। প্রতিবাদ মিছিলে উপজেলা ও পৌর বিএনপির গুটি কয়েক লোক উপস্থিত ছিলেন। তাদের প্রতিবাদ মিছিলে উপজেলা ও পৌর বিএনপির অধিকাংশ নেতাদের সম্মতি ছিল না।হাতে গোনা দুই একজন নেতা তাদের ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জন্য ইলেকট্রনিক মিডিয়ায় মিথ্যা অপপ্রচার করে। যার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা।

‎উল্লেখ্য, এর আগে গত শুক্রবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা বিএনপির সদস্য সচিবসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews