সংবাদদাতা: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরের কুখ্যাত ছাত্রলীগ ক্যাডার ও মাদক সম্রাট পারভেজকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সীতাকুণ্ডের লামারবাজার ফকিরহাট এলাকায় ভূজপুর থানা পুলিশের নেতৃত্বে এবং র্যাব-৭ হাটহাজারী ক্যাম্পের সহায়তায় বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
স্থানীয়ভাবে ‘ধূর্ত পারভেজ’ নামে পরিচিত এ যুবক দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, অপহরণ ও চাঁদাবাজিসহ নানান অভিযোগ রয়েছে। র্যাব জানায়, গ্রেফতারকৃত মো. পারভেজ (৩২), পিতা মো. হারেছ। তিনি ফটিকছড়ির শীর্ষ সন্ত্রাসী আবু তৈয়ব বাহিনীর সেকেন্ড-ইন-কম্যান্ড হিসেবে পরিচিত এবং চট্টগ্রাম মেট্রোপলিটন ও জেলা পুলিশের তালিকাভুক্ত আসামি।
ভূজপুর থানাসহ বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—
মামলা নং ৭ (৮) ২৫
মামলা নং ১৮ (৮) ২৫
মামলা নং ০২ (১০) ২৪
মামলা নং ১৯ (০৯) ২৪
এ ছাড়াও চুরি, ডাকাতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে আরও মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
গত ৫ আগস্ট বিকেল ৪টার দিকে কাজিরহাট বাজারের উত্তর প্রান্ত থেকে স্বনামধন্য এনজিও শান্তি-র চেয়ারম্যান জসিম উদ্দিনকে অস্ত্রের মুখে অপহরণ করে পারভেজ ও তার সহযোগীরা। পরে মুক্তিপণ হিসেবে ভুক্তভোগী পরিবারের কাছ থেকে আদায় করা হয় ৭ লাখ টাকা। এ ঘটনার পর থেকে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারভেজের কাছে ভারি অস্ত্রসহ নানা অবৈধ অস্ত্র রয়েছে। অপহরণ, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও অস্ত্র আইনসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিনের। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় স্বস্তি ফিরে আসে।
Leave a Reply