ভোলা প্রতিনিধি: ভোলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে একটি মিথ্যা মামলায় আসামি করা হয়েছে ভোলার এক সংবাদকর্মীকে। গত ২ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর (৯/১)/৩০ ধারায় দায়েরকৃত মামলায় তাকে ৭নং আসামি করা হয়।
অভিযুক্ত সংবাদকর্মী অভিযোগ করে বলেন, “উক্ত মামলার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি পেশায় একজন সাংবাদিক। সংবাদ সংগ্রহ ও প্রকাশের সময় এলাকার কিছু দুষ্কৃতিকারীর অনিয়ম-অপরাধ প্রকাশ করার কারণে তারা ক্ষুব্ধ হয়। অনেক দিন ধরেই তারা আমাকে হুমকি দিচ্ছিল যে, সুযোগ পেলেই মিথ্যা ধর্ষণ মামলায় জড়াবে।”
তিনি আরও বলেন, “অবশেষে আমাকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে এই মামলায় আসামি করা হয়েছে। অথচ এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।”
এ বিষয়ে স্থানীয় সচেতন মহলও মনে করেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পথে এমন হয়রানি দুঃখজনক ও অনভিপ্রেত।
Leave a Reply