সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠার ৪৭তম বার্ষিকী উপলক্ষে নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (তারিখ) বিকেলে পলাশতলী বাজার থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন রায়পুরা উপজেলা যুবদলের সদস্য আলী ইব্রাহীম খলিল ও পলাশতলী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বশির আহমেদ।
এ সময় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতার স্মৃতিচারণ করে বলেন, বর্তমান সরকারের দমন-পীড়ন, গণতন্ত্র হত্যার বিরুদ্ধে আন্দোলনকে বেগবান করতে প্রতিষ্ঠাবার্ষিকীর এই শপথই হবে আগামী দিনের সংগ্রামের মূল প্রেরণা।
আনন্দ মিছিলে পলাশতলী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল শেষে উপস্থিত কর্মীরা ““তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার করব”— এ ধরনের নানা স্লোগান দেন।
Leave a Reply