1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে বিপুল পরিমান ফেন্সিডিল সহ চিহিৃত মাদক কারবারি আটক নেছারাবাদে আয়োজিত হলো গনঅধিকার পরিষদের প্রতিবাদ মিছিল ও দোয়া মাহফিল নরসিংদীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মনপুরায় বজ্রপাত পড়ে এক কাঁকড়া শিকারী সহ ৮ টি গরু ও মহিষের মৃত্যু হয় মাদারীপুরের নতুন পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান: মাদক দমন ও আইনশৃঙ্খলা উন্নয়নে কঠোর অবস্থান মেলান্দহে দ্বিতীয় স্ত্রীর মামলায় মৃত্যুর ৮ মাস পর সাংবাদিক জঙ্গির লাশ উত্তোলন হিলি রেল ভবনের ওপর ভাঙা গাছ, অবহেলায় নষ্ট হচ্ছে সরকারের কোটি টাকার সম্পদ কুমিল্লায় মা-মেয়েকে হত্যার অভিযোগে ছেলে ও পুত্রবধূ আটক বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প টুপিওয়ালা আর বাচ্চাদের দল চায় না নির্বাচন হোক; বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে তুহিন

মেলান্দহে দ্বিতীয় স্ত্রীর মামলায় মৃত্যুর ৮ মাস পর সাংবাদিক জঙ্গির লাশ উত্তোলন

  • আপডেট টাইম : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬ বার

জাকিরুল ইসলাম বাবু/জামালপুর প্রতিনিধি: জামালপুর থেকে প্রকাশিত দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিন পত্রিকার প্রয়াত সম্পাদক ও প্রকাশক নূরুল হক জঙ্গীর মৃত্যুর আট মাস পর আদালতের নির্দেশে তার লাশ উত্তোলন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার সকাল ১১টার দিকে জামালপুরের মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের গোবিন্দপুর কাঠপাড়া এলাকায় পারিবারিক কবরস্থান থেকে নূরুল হক জঙ্গীর লাশ উত্তোলন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আলমগীর হোসেন। উত্তোলনের পর পিবিআই জামালপুরের এসআই মোশারফ হোসেন লাশটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।

মামলা সূত্রে জানা গেছে, ১৩ মার্চ সোমবার প্রয়াত নূরুল হক জঙ্গীর দ্বিতীয় স্ত্রী দিলরুবা ইয়াসমিন রুমা অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সিআর আমলী আদালত জামালপুর সদরে একটি মামলা দায়ের করেন। মামলায় বাদী দিলরুবা ইয়াসমিন রুমা পত্রিকাটির বর্তমান ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউর রাফি ও প্রয়াত নূরুল হক জঙ্গীর প্রথম স্ত্রী খাইরুন্নেছা কাজলী, জামাতা জুলহাস উদ্দিন, দুই মেয়ে জেবুন্নেছা কাকলী ও জিনাতুননেছা কণা এবং পত্রিকার অফিস স্টাফ দেলোয়ার হোসেন এ ছয়জনকে বিবাদী করেছেন।

মামলার বাদী দিলরুবা ইয়াসমিন রুমা মামলার আরজিতে ২০২৪ সালের ২১ ডিসেম্বর, শনিবার রাতে মামালটির বিবাদীরা নূরুল হক জঙ্গীর পত্রিকা অফিসে তাকে নির্যাতনের পর আধামরা করে কলুরচর এলাকায় পাকা রাস্তায় ফেলে রেখে আসে এবং পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে নূরুল হক জঙ্গী মারা যান বলে অভিযোগ আনা হয়েছে।

পরবর্তীতে মামলাটির তদন্তভার পিবিআই জামালপুরের ওপর অর্পণ করে আদালত। তদন্তের স্বার্থে ৩ জুলাই, বৃহস্পতিবার মামলাটির তদন্তকারী কর্মকর্তা জামালপুর পিবিআই এর পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশারফ হোসেন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সিআর আমলী আদালত জামালপুর সদরে প্রয়াত নূরুল হক জঙ্গীর মরদেহ কবর থেকে উত্তোলন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহের ময়নাতদন্তের অনুমতির আবেদন করেন। লাশ উত্তোলনের অনুমতি পেয়ে সোমবার লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

পিবিআই জামালপুরের ইন্সপেক্টর মোশারফ হোসেন বলেন, মামলার প্রকৃত রহস্য উদঘাটনের স্বার্থে আদালতের নির্দেশে মৃতদেহ উত্তোলন করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে মর্গে পাঠানো হয়েছে।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আলমগীর হোসেন বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী সাংবাদিক নুরুল হক জঙ্গির লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews