মোঃ হারুন উর রশিদ/ নীলফামারী: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে নীলফামারীতে বিজয় র্যালি করেছে জেলা বিএনপি।বুধবার বিকালে (৬/আগস্ট) জেলা শহরের ডিসি চত্ত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে একটি বিশাল র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
হাজারো নেতা-কর্মীর অংশ গ্রহণে মিছিলটিতে নেতৃত্ব দেন নীলফামারী-০১ আসনের সাবেক সংসদ সদস্য বেগম খালেদা জিয়ার ভাগ্নে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
এর আগে ডিসি চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
এসময় জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু, সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, আহবায়ক কমিটির সদস্য আবু মোহাম্মদ সোয়েম ও মুক্তার হোসেন বক্তব্য দেন।
সমাবেশ পরিচালনা করেন নীলফামারী সদর উপজেলা যুবদলের আহবায়ক শামীম শাহ আলম তমুআরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান কোকো, শেফাউল জাহাঙ্গীর সেপু, মুক্তার হোসেন, রেদওয়ানুল হক বাবুসহ জেলা বিএনপির নবগঠিত কমিটির অন্যান্য নেতা-কর্মীরা। এছাড়াও নীলফামারী সদর সহ ছয় উপজেলা বিএনপিসহ ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরাও অংশ নেয়।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, স্বৈরাচারের পতন হয়েছে। শেখ হাসিনা পালিয়েছে। ১৮বছরের যন্ত্রণা দুর হয়েছে। মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।আর এটা সম্ভব হয়েছে ছাত্র জনতার অংশগ্রহণে।
তাই জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের শ্মরণ করে বলতে চাই তাদের এই অবদান বিএনপি কখোনো ভুলবে না। আমরা তাদেরকে স্যালুট জানাই।
তরুণদের তারেক রহমানের শ্লোগান স্মরণ করিয়ে দিয়ে বলেন, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক’ এটির প্রতিফলন ঘটাতে হবে।তাই সবাই একত্রিত থাকেন। নির্বাচনের প্রস্তুতি নেন।
Leave a Reply