চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ চৌদ্দগ্রাম উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন। শুরুতে তিনি জুলাই মাসের কার্যপত্র উত্থাপনের মাধ্যমে সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্যের সূচনা করেন।
সভায় বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা আবদুর রশিদ চৌধুরী, চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) গুলজার আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌদ্দগ্রাম উপজেলা আমীর মোঃ মাহফুজুর রহমান, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন, বিজিবির বালুজুরি বিওপির কমান্ডার মোঃ বজলুর রহমান, ইউপিডিএফ কর্মকর্তা সিদ্দিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার প্রমোদ রঞ্জন চক্রবর্তী, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান এ কে খোকন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোতাহার হোসেন জামাল, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান, বিসিকের কর্মকর্তা জাফর আহমদ, সিংরাইশ মহিলা মাদরাসার অধ্যক্ষ আ. ন. ম. মোখলেছুর রহমান নোমান, কমিটির সদস্য আয়শা রহমান প্রমুখ।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা লতিফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোবায়ের আহমদ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শফিকুর রহমান, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ এ কে এম শামছুদ্দিন, চৌদ্দগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, ফয়েজুন্নেছা মহিলা মাদরাসার সুপার মাওঃ আহসান উল্লাহ, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের কার্যকরি সদস্য আনিছুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নিয়ন্ত্রণ ও প্রচারণা, অবৈধ দখলদার উচ্ছেদ, সন্ত্রাস, নাশকতা, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্হ্য কমপ্লেক্স, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের নানাবিধ সমস্যা সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য তুলে ধরেন। এছাড়াও সদ্য প্রকাশিত এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং যথাযথ নিয়ম শৃঙ্খলার মাধ্যমে চলতি এইচএসসি ও আলিম পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে সভায় মত প্রকাশ করা হয়।
Leave a Reply