শাওন আহম্মেদ লেবু: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর বানিয়াটারী গ্রামে জমির বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী (রবিবার ) ২৭ জুলাই নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর বানিয়াটারী গ্রামে পরিকল্পিতভাবে হামলার শিকার হয় স্বামী স্ত্রী সহ পরিবারের অন্যান্য সদস্যরা। হামলাকারী একই গ্রামের মৃত নেকাতুল্লার পুত্র মকবুল হোসেনের নির্দেশে তার বাহিনী হত্যার উদ্দেশ্যে আব্দুস সুবাহানকে মারপিট করে এবং তার স্ত্রী মেহেরবান বেগমকে বিবস্ত্র করে শ্লীলতাহানি করে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী, অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে জমির দখল নিতে যায় এবং আব্দুস সোবাহান ও তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আব্দুস সোবাহান গালিগালাজ করতে নিষেধ করলে মকবুল হোসেনের নির্দেশে তার অস্ত্রধারী বাহিনী ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। মারপিটে পরিবারের কয়েকজন গুরুতর আহত হন।আব্দুস সোবহানের স্ত্রী মেহেরবানকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে বিবস্ত্র করে শ্লীলতাহানিসহ শারীরিক নির্যাতন করা হয় এবং টিনের ঘরের বেড়া ও দরজা ভাঙচুর করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।বর্তমানে আব্দুস সোবাহান ও তার স্ত্রী নাগেশ্বরী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
ঘটনার পরপরই ভুক্তভোগী পরিবার নাগেশ্বরী থানায় একটি লিখিত অভিযোগ করে।
Leave a Reply