1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে আইনের শাসন ও মাদকমুক্ত সমাজ গঠনে ওসি মীর সাজেদুর রহমানের অঙ্গীকার গ্রাহকের জমানো টাকা দিতে পারছে না ব্যাংক চৌদ্দগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ব্যবসায়ী টিপু হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন ও ৬ জনের ১০ বছরের সাজা জমি বিরোধকে কেন্দ্র করে নারীর উপর বর্বর হামলা, নাগেশ্বরী থানায় মামলা দায়ের কুমিল্লার মুরাদনগরে ট্রিপল মার্ডার মামলায় বিএনপি নেতা গ্রেফতার ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জুলাই আন্দোলনকেন্দ্রিক বুদ্ধিবৃত্তিক প্যানেল ডিসকাশন মাদ্রাসা সুপারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ জামালগঞ্জে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে ব্যবসায়ী টিপু হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন ও ৬ জনের ১০ বছরের সাজা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৪৭ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামের জুতা ব্যবসায়ী মো: ইউছুপ ভ‚ঁইয়া টিপু (২৮) হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত মামলায় আদালত দুইজনকে যাবজ্জীবন ও ছয়জনকে ১০ বছর করে কারাদন্ড দিয়েছে। এছাড়াও দন্ডপ্রাপ্ত প্রতিজনকে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড ও অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবি, অতিরিক্ত পিপি এডভোকেট মো: ইফতেখার হোসেন।

মঙ্গলবার (২৯ জুলাই) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ, চতুর্থ আদালতের বিচারক সাব্বির মাহমুদ চৌধুরী এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলো: ফেনী জেলার সোনাগাজী উপজেলার মেহেদী হাসান ও শহীদুল ইসলাম। ১০ বছর কারাদন্ডপ্রাপ্ত ছয়জন হলো: মো: জসিম উদ্দিন, মো: জামাল হোসেন মানিক, মো: একরামুল হক মিলন, ইব্রাহিম প্রকাশ বড় মিয়া, মো: আলাউদ্দিন ও মো: শাহাবুদ্দিন। তবে, সকল দন্ডপ্রাপ্তই বর্তমানে পলাতক রয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, বিগত ২০০৯ সালের ১৬ মে রাতে ভিকটিম মো: ইউছুপ ভ‚ঁইয়া টিপু ঘরের বাইরে বের হলে ওৎপেতে থাকা ডাকাতদল তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহত ব্যবসায়ী টিপুর পিতা মোহাম্মদ আলী অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্তে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে পুলিশ অভিযুক্তদের শনাক্ত করে। পরে মামলায় ৪ জন আসামিকে আটকের পর তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০১১ সালে এ মামলার অভিযোগপত্র জমা পড়ে এবং ২০১৩ সালে অভিযোগ গঠনের পর দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য ও যুক্তিতর্ক উপস্থাপন ও গ্রহণ শেষে মঙ্গলবার রায় ঘোষণা করে আদালত। জানা গেছে, মামলার মোট ১৭ আসামির মধ্যে ইব্রাহিম, তাজু ও আবদুর রাজ্জাক বিচার চলাকালেই মৃত্যুবরণ করেন। অপর ৬ আসামি উপযুক্ত প্রমাণের অভাবে খালাস পেয়েছেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি এডভোকেট মো: ইফতেখার হোসেন, মো: ইকরাম হোসেন ও জালাল উদ্দীন আহমেদ টিপু। আদালতের এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews