”
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোঃশাকিল হোসেন
শিশুরা মৌলিক অধিকারের পাশাপাশি বিনোদনও পেতে চায়। পড়াশোনার পাশাপাশি শিশুরা বিনোদিত হলে, তাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকে।
সিরাজগঞ্জের কোমলমতি শিশুকিশোরদের বিনোদিত করতে প্রমত্তা যমুনা নদীপাড়ের চায়নাবাঁধের তিন ও চারের বিস্তীর্ণ এলাকায় একটি আধুনিক শিশুপার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছেন সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম মহোদয়,যার নাম হবে যমুনা শিশুপার্ক।
বুধবার ( ২৩ জুলাই) বেলা সাড়ে এগারোটার সময় সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের জেলা প্রশাসকের অফিসে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ,বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানের ছাত্র প্রতিনিধি ও গণমাধ্যমেকর্মীদের সাথে সভা করে তাদের মতামত জানতে চাইলে সবাই জেলা প্রশাসক মহোদয়ের এই মহতী উদ্যোগ কে স্বাগত জানিয়ে তাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন সহ যমুনা শিশুপার্ক নির্মাণের সকল প্রকার সহযোগিতর কথা জানান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতি রায়,সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ সাইদুর রহমান বাচ্চু, সহ সভাপতি ও পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন ভুঁইয়া সেলিম,
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মিডিয়া সেলের আহবায়ক হারুন অর রশিদ খান হাসান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম,জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী সাংবাদিক অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থানের ছাত্র সমন্বয়ক সজিব সরকার ও মুনতাসীর মেহেদী হাসান।
সিরাজগঞ্জের শিশুরা মৌলিক অধিকারের পাশাপাশি বিনোদনও পেতে তাদের জন্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম মহোদয়ের যমুনা নদীপাড়ে আধুনিক শিশুপার্ক নির্মাণের উদ্যোগ এ যেন এক খুশির ঝর্ণাধার বয়ে বেড়াচ্ছে সকলের হ্নদয় মনে।
উল্লেখ্য গত ১৮ জুলাই তারিখে জুলাই পুনর্জাগরণি অনুষ্ঠানমালার জেলা প্রশাসনের উদ্যোগে প্রতীকী ম্যারাথন চায়নাবাঁধ তিন এলাকার শেষ প্রান্তে অনুষ্ঠিত হয়েছিল।
ছবিটি চায়না বাঁধে ( ৩) জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে প্রতীকী ম্যারাথনের।
Leave a Reply