বাছেদ হোসাইনঃ ২১ জুন ২০২৫, শনিবার — স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে *আর.সি.সি ঢালাই সড়ক উদ্বোধন করেন বৈদ্যের বাজার ইউনিয়নের *ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন*
শহরের আধুনিকতার সঙ্গে তাল মেলাচ্ছে গ্রাম। শহরের সুবিধা পৌঁছে যাচ্ছে গ্রামেও। বদলে গেছে গ্রামীণ জীবন। গ্রামের রাস্তাঘাট উন্নয়ন হলে শহরের সব সুবিধা পাওয়া যায় গ্রামে। গ্রামে মাটির ঘর আর চোখে পড়ে না। এমনকি কাঠের টিনের ঘরও হারিয়ে যেতে বসেছে। অধিকাংশ গ্রামেই দেখা মেলে পাকা বা আধাপাকা বাড়ি। সরকারের স্থায়িত্বে উন্নয়নের সুফল প্রান্তিক পর্যায়ে পৌঁছে যাচ্ছে আর ক্রমশ বদলে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার অন্তর্গত বৈদ্যেরবাজার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড। এই দিনে *হাড়িয়া গোবিন্দিপাড়ায়* স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে *আর.সি.সি ঢালাই সড়ক উন্নয়ন কাজ* আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন ইউনিয়নের *ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন*, যিনি এলাকাবাসীর বিশ্বাস ও আস্থার প্রতীক হয়ে উঠেছেন। এসময় উপস্থিত ছিলেন এলাকার প্রিয় জনপ্রতিনিধি, ৩নং ওয়ার্ডের মোঃ দেলোয়ার হোসেন বাবু (মেম্বার) যিনি এই উন্নয়নে সরাসরি ভূমিকা রাখেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন বলেন এই উন্নয়ন শুধু একটি সড়ক নয়, এটি এক নতুন সম্ভাবনার পথ। বৈদ্যেরবাজার ইউনিয়নের প্রতিটি কোণায় যেন উন্নয়নের আলো পৌঁছায়—সেই লক্ষ্যে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকুক।
নির্মিত আর.সি.সি সড়ক শুধু চলাচলের সুবিধা নিশ্চিত করবে না, বরং বৈদ্যেরবাজার ইউনিয়নকে একটি *আধুনিক মডেল ইউনিয়ন* হিসেবে গড়ে তোলার পথ আরও প্রশস্ত করবে। জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা এবং প্রতিশ্রুতির মাধ্যমে ইউনিয়ন পরিষদের এ কার্যক্রম এলাকাবাসীর মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
এলাকার সাধারণ জনগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং চেয়ারম্যান ও মেম্বারদের ধন্যবাদ জানিয়েছেন।
Leave a Reply