মেহেদী হাসান জিহাদ: ঢাকাথেকে রংপুর গামী এস কে স্পেশাল পরিবহনে চড়ে সাত বছরের শিশু কন্যা মেঘনাকে নিয়ে তার পিতা মোহাম্মদ মিরু (৩৫),নিজ বাড়ি সিরাজগঞ্জ জেলার শাজাদপুর যাচ্ছিলেন, যমুনা সেতুর পূর্ব প্রান্তের কিছু আগে বাসটি থামার পর, মিরু মিয়া তার কন্যাকে বাসে বসে রেখে, প্রকৃতির ডাকে সাড়া দিতে যান, ইতোমধ্যেই বাসটি তার পিতাকে ছেড়েই রওনা দেয় গন্তব্যের উদ্দেশ্যে, বাসের সুপারভাইজার শিশু মেঘনাকে শাজাহানপুর থানার ডিউটি অফিসারের নিকট জমা দিয়ে যান, মেঘনার কাছে থাকা ব্যাগের ভিতর রাখা তার পড়ার বই খুঁজে, বইয়ের পাতায় তার বিদ্যালয়ের শিক্ষকের একটি মোবাইল নাম্বার পান শাজাহানপুর থানার ডিউটি অফিসার এসআই তহুরা বেগম।
উক্ত নাম্বারের সূত্র ধরে শিক্ষকের সাথে যোগাযোগ করা হইলে, উক্ত শিক্ষক তার পরিবার কে খবর দেয়, এদিকে মেঘনার পিতা, বিভিন্নভাবে খোঁজাখুঁজি করে একেবারেই হয়রান হয়ে যান।
পরিবারের মাধ্যমে অবগত হয়ে মেঘনার পিতা শাজাহানপুর থানায় আসিলে, যাচাই-বাছাই অন্তে শিশু মেঘনাকে তার পিতার নিকট হস্তান্তর করা হয়।
Leave a Reply