কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরে উপজেলা প্রশাসনের নিজস্ব অর্থায়নে বেলাই বিলে দেশি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ১৯ জুন (বুধবার) দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফরাদ। পোনা অবমুক্তের মাধ্যমে স্থানীয় জলজ সম্পদ রক্ষা, মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। উপজেলা প্রশাসনের উদ্যোগে বাস্তবায়িত এই কার্যক্রমে জনপ্রতিনিধি, স্থানীয় মৎস্যজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ মৎস্য সম্পদ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই পরিবেশ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।
Leave a Reply