বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশালের বাকেরগঞ্জে তৃণমূল নেতৃত্বের অংশগ্রহণে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ মতামত গ্রহণ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৮ জুন) বিকেল ৩টায় বাকেরগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বরিশাল-৬ (আসন-১২৪) নির্বাচনী এলাকার দায়িত্বশীল ও মাঠপর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ নাছির উদ্দীন রোকন ডাকুয়া। যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান জাহাঙ্গীর ও জয়েন্ট সেক্রেটারি মাওলানা কাওসার আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, যুগ্ম মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ।বিশেষ অতিথির আসনে ছিলেন:উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি।মাওলানা মোঃ নূরুল ইসলাম আল-আমিন চৌধুরী, সাবেক কেন্দ্রীয় সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন।মুহাম্মাদ হারুনুর রশিদ, কেন্দ্রীয় সদস্য, শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটি।মাওলানা মুহিব্বুল্লাহ কাজেমী, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক, ইসলামী শ্রমিক আন্দোলন।মাওলানা রফিকুল ইসলাম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ইসলামী যুব আন্দোলন।মাওলানা কাওছারুল ইসলাম, জেলা সেক্রেটারি।ডাঃ মাওলানা সিরাজুল ইসলাম, জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, মুহাম্মাদ ইবরাহীম হুসাইন মৃধা, জেলা কমিটির সদস্য ও ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক,মাওলানা ইউনুস আহমাদ,সাধারণ সম্পাদক, ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ, বরিশাল মহানগর।এছাড়া উপজেলার পূর্ব ও পশ্চিম শাখার নেতৃবৃন্দ, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলরা এবং ছাত্র ও যুব সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মনোনয়নের জন্য তৃণমূল নেতৃবৃন্দের মতামত গ্রহণ, ইসলামী রাজনীতির নীতিমালা তুলে ধরা এবং দাওয়াতি কার্যক্রম আরও বেগবান করার ওপর।বক্তব্যে নেতৃবৃন্দ বলেন:ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতার রাজনীতিতে বিশ্বাসী নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনই তাদের মূল লক্ষ্য। আমাদের রাজনীতি অর্থপদে নয়, দ্বীন প্রতিষ্ঠায়।সভায় বক্তারা বলেন, ইসলামী আন্দোলন একটি আদর্শনিষ্ঠ দল। যেকোনো নির্বাচন শুধু জনপ্রতিনিধি বাছাই নয়, বরং দ্বীনের দাওয়াত পৌঁছে দেয়ার একটি সুবর্ণ সুযোগ। সেই লক্ষ্যেই মাঠে নামার প্রস্তুতি নিতে হবে।বক্তারা আরও বলেন, তরুণ সমাজ ও ছাত্রশক্তিই হলো ইসলামী আন্দোলনের প্রাণ। নির্বাচনী কর্মকাণ্ডে তাদের সক্রিয় ও গঠনমূলক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।আনুষ্ঠানিক পরিবেশে সুসজ্জিত অডিটোরিয়াম, অনুপ্রাণিত কর্মীদের উপস্থিতি, সংহত বক্তৃতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার দৃঢ় অঙ্গীকারে মুখর ছিল গোটা আয়োজনটি।
Leave a Reply