বিশ্বজিৎ চন্দ্র সরকার: নড়াইল জেলার লোহাগড়া উপজেলার উত্তর পাংখাচর মধুমতি বাওড় পাড় এলাকায় ২৪ শতাংশ জমির একটি কলাবাগানে গাছ কেটে জমির মালিককে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত রাতে। জমির মালিক এম এম আকবর মুন্সী লিটু (৭০) জানান,
“এই জমি আমার ডিসিআরকৃত সম্পত্তি। গত কয়েক বছর ধরে মুকুল মুন্সী নামের একজন ব্যক্তি এটি বছরে ৩,৫০০ টাকার বিনিময়ে লিজ নিয়ে চাষাবাদ করছিল। তবে বিগত দুই বছর ধরে সে কোনো লিজের টাকা দেয়নি।”
তিনি আরও বলেন,
“আমি লক্ষ্য করেছি, কলাগাছগুলোর ভেতরে জঙ্গল হয়ে গেছে। গাছের সঠিক যত্ন না নেওয়ায় জমি প্রায় অনাবাদি হয়ে পড়েছে। এরপর হঠাৎ শুনি, কে বা কারা এসে কলাগাছ কেটে দিয়েছে।”
এম এম আকবর মুন্সী সরেজমিনে গিয়ে কলাগাছ কাটা অবস্থায় দেখতে পান। তিনি মনে করেন,
“মুকুল মুন্সী লিজের টাকা না দেওয়া এবং জমির দেখভাল না করার দোষ ঢাকতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন অপপ্রচার চালাচ্ছে। এতে করে আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার পাশাপাশি জমি দখলেরও ষড়যন্ত্র থাকতে পারে।”
এ বিষয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়দের দাবি, বিষয়টি তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হোক।
Leave a Reply