মেহেদী হাসান জিহাদ/বগুড়া প্রতিনিধি: অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী বগুড়া জেলার শাজাহানপুর থানা পুলিশের হাতে আটক মামলা দায়ের এবং বিজ্ঞ আদালতে সোপর্দ।
বগুড়া জেলার শাজাহানপুর থানার এসআই (নিঃ) মোঃ আব্দুল কুদ্দুস সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ১০/০৬/২০২৫ তারিখ বিকাল ১৭.৫০ ঘটিকার সময় মাদক ব্যবসায়ী ১। মোঃ রনি বাবু (২৫), পিতা- মোঃ বাবলু মিয়া, সাং- বড়পাথার (দক্ষিণপাড়া), ২। মোঃ ইয়াসিন আলী (৩৪), পিতা- মৃত আবুল হোসেন খোকা, সাং- বড়পাথার (পশ্চিমপাড়া), উভয় থানা- শাজাহানপুর, জেলা- বগুড়াদ্বয়কে শাজাহানপুর থানাধীন ০৮ নং চোপীনগর ইউনিয়নের অন্তর্গত সাহানগর গ্রামস্থ জনৈক্য মোঃ জাহিদুল মাস্টার এর বাগান এর দক্ষিন পার্শ্বে কবর স্থানের কোনায় আম গাছের পাশ হইতে ৪০০ (চারশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ আটক করিয়া তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। পুলিশের এক কর্মকর্তা বলেন গ্রেফতারকৃত রনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী তার নামে
থানার রেকর্ড পত্র ও সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় বর্নিত আসামী মোঃ রনি বাবু (২৫) নিম্ন বর্ণিত মামলার সাথে জড়িত আছে
১। (1V1RS) বগুড়া এর শাজাহানপুর থানার ,এফআইআর নং-৮, তারিখ- ১০ ফেব্রুয়ারি, ২০২২; জি আর নং-৩২, তারিখ- ১০ ফেব্রুয়ারি, ২০২২; সময়- ২০.২৫ ধারা-৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮;
২। (1NVCH) বগুড়া এর শাজাহানপুর থানার ,এফআইআর নং-৩৬, তারিখ- ২৯ অক্টোবর, ২০২১; জি আর নং-২৩৯, তারিখ- ২৯ অক্টোবর, ২০২১; সময়- ১০.১০ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ,
৩। (1G1WV) বগুড়া এর শাজাহানপুর থানার ,এফআইআর নং-১, তারিখ- ০২ জুলাই, ২০২১; জি আর নং-১২১, তারিখ- ০২ জুলাই, ২০২১; সময়- ০০.০৫ ধারা- ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; ,
Leave a Reply