রাসেল আদিত্য/নারায়ণগঞ্জ থেকে: নারায়ণগঞ্জ শহরের অসহনীয় যানজট নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করতে রাস্তায় নেমে আলোচনায় উঠে আসা নারায়নগন্জের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আবারও আলোচনায় উঠে এলেন।যানজটের পর আরেক অন্যতম সমস্যা হিসেবে বিবেচিত জলজট নিরসনের লক্ষ্যে ঢাকা-নারায়ণগঞ্জ -ডেমরা (ডিএনডি) বাঁধ এলাকায় আবর্জনায় ভরাট হওয়া কংশ খাল পরিষ্কার করেছেন সেনাবাহিনীর সদস্যরা।এ সময় খালের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়।
৩ জুন মঙ্গলবার ডিএনডি এলাকার অভ্যন্তরীণ সিদ্ধিরগঞ্জ এলাকার কংস খালটি পরিষ্কার করার কথা মিডিয়াকে নিশ্চিত করেন সেনাবাহিনীর মেজর মো. সাকিব আজওয়াদ।
ডিএনডি এলাকার পানি নিষ্কাশন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সাকিব আজওয়াদ বলেন,এর আগে এ প্রকল্পের অধীনে ডিএনডি এলাকার অন্যান্য খালের পাশাপাশি এটি দখলমুক্ত ও পরিষ্কার করা হয়েছিল।তবে স্থানীয় লোকজনের অসচেতনতার কারণে খালটি আবর্জনায় ভরাট হয়ে যাওয়াতে পানি নিষ্কাশনে সমস্যা হচ্ছিলো বলে জানান তিনি।
তিনি বলেন,ডিএনডি বাঁধের ভেতরের সংস্কার কাজ করেছে সেনাবাহিনী।এখনও পানি নিষ্কাশনের জন্য সেচ পাম্পগুলো সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও আগামী ৩০ জুন এ প্রকল্প পানি উন্নয়ন বোর্ডের কাছে হস্তান্তর করা হবে।
ডিএনডি বাঁধের ভেতরে টানা বর্ষণ হলে সেই পানি সেচ পাম্প দিয়ে ১২ ঘণ্টার মধ্যে নিষ্কাশন করা হয়।ফলে এখানে জলাবদ্ধতা হচ্ছে না। কিন্তু কিছু জায়গায় খালগুলো ময়লা-আবর্জনা ও পলিথিন ফেলে পানির প্রবাহ বাধাগ্রস্ত করা হয়েছে।এগুলো নিয়েও কাজ করছে সেনাবাহিনী।একইসাথে স্থানীয় বাসিন্দাদেরও এ ব্যাপারে সচেতন হবার আহ্বান জানান এই সেনা কর্মকর্তা।
উল্লেখ্য,ফতুল্লা থানাধীন কিছু এলাকার বড়ো একটা জায়গাজুড়ে একটু বেশি বৃষ্টি হলেই চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়।এটি বহু আগে থেকে অত্র এলাকার মানুষের দুঃখ হয়ে লেপ্টে আছে।বিভিন্ন উদ্যোগ নিয়েও এর স্থায়ী সমাধান করা সম্ভব হয়নি।
ফতুল্লার সেই সকল এলাকা যথাক্রমে লালপুর, ইসদাইর ও গাবতলী এলাকার জলাবদ্ধতা নিয়ে করা প্রশ্নের জবাবে মেজর সাকিব আজওয়াদ বলেন,উল্লেখিত এলাকা ডিএনডি প্রকল্প এলাকার বাইরে।এছাড়া ওই এলাকার আবাসন নিচু জমিতে হওয়ায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়।
এসব এলাকার জলাবদ্ধতা নিরসনে স্পষ্ট কোন কথা না বলাটা প্রকারান্তরে ঐ এলাকার বাস্তবতায় এই সমস্যার স্থায়ী সমাধান আপাততঃ সম্ভব নয় বলেই বুঝিয়েছেন বলে অভিমত স্থানীয় মানুষের।আগের রাজনৈতিক সরকারের অনেক চেষ্টাও শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়েছিলো।
Leave a Reply