এস এম জীবন: রাজধানীর পল্লবী এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে সম্প্রতি আলোচিত মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানের সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, শুক্রবার দিবাগত রাতে মিরপুর ১১ নম্বরের ডি ব্লকের বাউনিয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন পারভেজ ওরফে ‘বাংলা পারভেজ’ (৩০) এবং ইসমাইল হোসেন (২৭)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা রাজধানীর বিভিন্ন এলাকায় সিএনজি অটোরিকশায় ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘোরাফেরা করত। গত ২৪ মে রাতে পল্লবী মেট্রোরেল স্টেশনের নিচে আল-আমিন রানা নামের এক যুবককে একা পেয়ে তার পথরোধ করে আইফোন ১৩ ছিনিয়ে নেয় তারা।
এ ঘটনায় পল্লবী থানায় একটি মামলা হয় এবং ছিনতাইকারীদের ধরতে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। র্যাবের দাবি, ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।
Leave a Reply