বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নে ইউনিয়ন পরিষদ সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর দুই নেতা গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বড়াকোঠা ইউনিয়ন শাখার একটি প্রতিনিধি দল ইউনিয়ন পরিষদ সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে ইউনিয়ন পরিষদ চত্বরে একদল লোক অতর্কিতে হামলা চালায়। হামলায় মারাত্মকভাবে আহত হন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মাদ ইয়াছিন হাওলাদার (২৪) এবং বড়াকোঠা ইউনিয়ন শাখার প্রশিক্ষণ সম্পাদক মোঃ সিয়াম সিকদার (২২)।
ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানান, হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে এসে হঠাৎ করে ছাত্রনেতাদের ওপর চড়াও হয়। এতে মুহাম্মাদ ইয়াছিন হাওলাদার মাথা ও বুকে গুরুতর আঘাত পান, এবং সিয়াম সিকদারও শরীরের বিভিন্ন স্থানে জখম হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
প্রশাসনের বক্তব্য
এ বিষয়ে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) [নাম] বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয় রাজনীতিতে উত্তেজনা
স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ জানান, সাম্প্রতিক সময়ে বড়াকোঠা এলাকায় ইসলামী আন্দোলন ও বিএনপি-সমর্থিত বিভিন্ন পক্ষের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছিল। তবে সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে সহিংসতায় রূপ নেওয়ার বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত বলে আখ্যায়িত করেছেন তারা।
আহতদের পরিবারের দাবি
আহতদের পরিবারের সদস্যরা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “আমাদের সন্তানরা কোনো অপকর্মে জড়িত ছিল না। একটি শান্তিপূর্ণ সাক্ষাৎকেই তারা সুযোগ হিসেবে নিয়ে হামলা চালিয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
তদন্ত দাবি জনসাধারণের
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অনেকেই বিষয়টিকে রাজনৈতিক সহনশীলতার ঘাটতি বলে উল্লেখ করেছেন। তারা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
Leave a Reply