বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১৪ নম্বর নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির দ্বিতীয়বারের মতো জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শনিবার (৩০ মে) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ আয়োজিত “গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ডস ২০২৫” শীর্ষক সম্মাননা অনুষ্ঠানে তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন (AJAHICAF) এবং গ্লোবাল মিডিয়া ফোরাম অব বাংলাদেশ (GMFB)। সম্মাননা স্মারকে হুমায়ুন কবিরকে “Best UP Chairman of the Year” হিসেবে অভিহিত করা হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হাসনাইন সাজ্জাদি ও কমিউনিকেশন অব বাংলাদেশ-এর চেয়ারম্যান গোলাম ফারুক মজনু। মিডিয়া পার্টনার হিসেবে ছিল দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই।
চেয়ারম্যান হুমায়ুন কবির এ নিয়ে দ্বিতীয়বারের মতো জাতীয় পুরস্কারে ভূষিত হলেন। এর আগেও ইউনিয়নের সার্বিক উন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন, সামাজিক নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়ন ও সেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় তিনি বিভিন্ন পর্যায়ে পুরস্কার পেয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি ইউনিয়নের রাস্তা, ব্রিজ, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার এবং হতদরিদ্রদের জন্য নানা কার্যক্রম পরিচালনা করে আসছেন। বিশেষ করে করোনা মহামারির সময় অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা, ওষুধ বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক সরবরাহসহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হিসেবে হাতপাখা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ব্যাপক ভোটে জয়লাভ করেন। রাজনৈতিক জীবনের শুরুতে তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃত্বে ছিলেন। ছাত্র রাজনীতির সেই অভিজ্ঞতা পরবর্তীতে জনগণের সেবায় বাস্তবায়ন করেন বলে স্থানীয় বাসিন্দাদের অভিমত।
পুরস্কারপ্রাপ্তির পর হুমায়ুন কবির বলেন, এ অর্জন শুধু আমার একার নয়, এটি নিয়ামতি ইউনিয়নের প্রতিটি জনগণের সম্মান। আমি সবসময় চেষ্টা করেছি ইসলামী নৈতিকতা ও জনগণের সেবার ভিত্তিতে কাজ করতে। ভবিষ্যতেও এই পথেই চলতে চাই।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁর এই অর্জনে আনন্দ প্রকাশ করেছেন। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন এবং মন্তব্য করেছেন, একজন যোগ্য, সৎ ও দূরদর্শী জনপ্রতিনিধি হিসেবেই হুমায়ুন কবিরের এই স্বীকৃতি তার প্রাপ্য।
বিশ্লেষকদের মতে, এ ধরনের সম্মাননা স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। তাছাড়া ইউনিয়ন পর্যায়ের কার্যকর নেতৃত্ব জাতীয় উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলে।
Leave a Reply