রাসেল আদিত্য,স্পোর্টস ডেস্ক: শুরু আর শেষে কতো পার্থক্য!যাঁদের কোয়ালিফাই করাটাই একসময় স্বপ্ন মনে হতো, তাঁরাই টানা ভালো খেলে এখন ফাইনাল থেকে আর এক ধাপ দূরে।দলটির নাম মুম্বাই ইন্ডিয়ান্স। শুক্রবার তাঁরা গুজরাট টাইটান্সকে ২০ রানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠেছে।
দুই দলের জন্যই এটি ছিল বাঁচামরার লড়াই।এক দলকে বিদায় নিতেই হতো।গুজরাটকে বিদায় করতে সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়ক রোহিত শর্মা।আগে ব্যাটিংয়ে নেমে জনি বেয়ারস্টোর সঙ্গে ৪৪ বলে ৮৪ রানের উদ্বোধনী জুটি গড়ে বড় সংগ্রহের ভিত্তি এনে দেন রোহিত।
জনি বেয়ারস্টো ২২ বলে ৪টি চার ও ৩ টি ছক্কায় ব্যক্তিগত ৪৭ রানে আউট হওয়ার পর রোহিত ও সূর্যকুমার যাদব দ্বিতীয় উইকেটে ৩৪ বলে ৫৯ রানের জুটি গড়ে দলের বড় সংগ্রহ অনেকটাই নিশ্চিত করেন।সূর্যকুমার ২০ বল থেকে ৩৩ রান করে থামেন।দলের রান তখন দুই উইকেটে ১৪৩
এরপর তিলক ভার্মাকে নিয়ে ৪৩ রানের জুটি গড়ে দলীয় ১৮৬ রানে রোহিত আউট হন।রোহিতের ৫০ বলে করা ৮১ রানের ইনিংসের সঙ্গে শেষ দিকে তিলক ভার্মার ১১ বলে ২৫ ও হার্দিক পান্ডিয়ার ৯ বলে ২২ রানের ক্যামিও ইনিংসের কল্যানে বিশ ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৮ রান করে পাঁচবারের সাবেক চ্যাম্পিয়নরা।
জয়ের জন্য ২২৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বল থেকে চাপে ছিল গুজরাট। ইনিংসের চতুর্থ বলে জশওয়ালকে ফিরিয়ে নতুন বলে উইকেট নেওয়া অভ্যাসে পরিণত করা ট্রেন্ট বোল্ট ফিরিয়ে দিলে দলীয় তিন রানেই প্রথম উইকেট হারায় গুজরাট।
তবে প্রথমে কুশল মেন্ডিস,তারপর ওয়াশিংটন সুন্দরকে নিয়ে সাই সদুর্শনের ব্যাটে স্বপ্ন দেখছিলো গুজরাট সমর্থকরা।দ্বিতীয় উইকেটে কুশলকে নিয়ে ৩৪ বলে ৬৪ রানের জুটি গড়েন সাই সূদর্শন।মেন্ডিস দলকে ৬৭ রানে ফিরে গেলে ওয়াশিংটন সুন্দরকে নিয়ে লক্ষ্যের দিকে ছুটছিলেন।কিন্তু চৌদ্দতম ওভারের চতুর্থ বলে জাসপ্রিত বুমরাহ সুন্দরকে তুলে নিয়ে ম্যাচের গতিপথ পাল্টে দেন।ম্যাচের টার্নিং পয়েন্ট ঐ ওভারটি।মাত্র চার রান খরচায় সুন্দরের উইকেট নিয়ে ভাঙেন সুদর্শন ও ওয়াশিংটনের ৪৪ বলে ৮৪ রানের জুটি। এরপর ১৬ নম্বর ওভারে দলীয় ১৭০ রানে সূদর্শন আউট হয়ে গেলে গুজরাটের জয়ের আশাটুকু তখনই মরে যায়।৪৯ বলে ৮০ রান করে আউট হন তিনি।
শেষ পর্যন্ত বিশ ওভার শেষে ছয় উইকেটে ২০৮ রান তুলে ২০ রানে হেরে যায় গুজরাট টাইটান্স।
আর মুম্বাই ইন্ডিয়ান্স জিতে গিয়ে পরের ধাপের পরীক্ষা দিতে তৈরী হয়ে যায়।সেখানে তাঁদের পরীক্ষা নিবে প্রীতি জিনতার পান্জাব কিংস।ঐ খেলায় বিজয়ী দল ফাইনালে ব্যাঙ্গালুরুর মুখোমুখি হবে।
Leave a Reply