বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৬নং রনগাও ইউনিয়নের মোবারকপুর গ্রামের সিনজো বালা (৫৪) নিখোঁজের ৩ দিন পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে সিনজো বালা ২৩ মে শুক্রবার দুপুর ২.৩০ মিঃ বাড়ির বাইরে বের হয়,তারপর থেকে নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পরেও তার সন্ধান পাওয়া যায়নি। অবস্থা বেগতিক ভেবে সিনজো বালার ছেলে ২৪ মে শনিবার বোচাগঞ্জ থানায় একটি জিডি দায়ের করে,যার নম্বর এবং তারিখ ২৪/০৫/২০২৫ ইং জিডি নং ৯৯৫
২৫ মে রবিবার সকালে পার্শ্ববর্তী জাবরহাট ইউনিয়ন টাঙ্গন নদীর রাজভিটা নামক স্থানে এক কৃষক নিজ প্রয়োজনে সেখানে গেলে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পায়। এ নিয়ে আলাপচারিতার একপর্যায়ে ঘটনাটি ব্যাপক জানা জানি হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট থানা এবং মৃত সিনজো বালার আত্মীয়-স্বজন খবরটি জানতে পারে। মরদেহ পড়ে থাকার স্থানটি পার্শ্ববর্তী ঠাকুরগাঁও এর পীরগঞ্জ উপজেলার সীমানা এলাকায়। এ কারণে পীরগঞ্জ থানা পুলিশ পড়ে থাকা মরদেহটি আইন অনুযায় নিয়ে যায়। নিহত সিনজো বালার ওয়ারিশ গান সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করলে পুলিশ সূত্র জানায় মৃতদেহর ময়নাতদন্ত সম্পূর্ণ হওয়ার পরে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের হয় নাই।,
Leave a Reply