গাজীপুর (কালীগঞ্জ) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো ‘ভূমি মেলা ২০২৫’। ভূমি সেবা সহজীকরণ ও জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব তনিমা আফ্রাদ।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও তনিমা আফ্রাদ ভূমি মেলার গুরুত্ব তুলে ধরে বলেন, “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিশ্চিত ভূমি সুরক্ষিত রাখি” – এই স্লোগানকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয় জনগণের ভোগান্তি লাঘবে কাজ করে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে ভূমি সেবাকে আরও সহজ ও স্বচ্ছ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
মেলায় ভূমি উন্নয়ন কর প্রদান (ফ্লো-ডায়াগ্রাম) প্রক্রিয়া, ভূমি উন্নয়ন কর কেন পরিশোধ করবেন এবং অন্যান্য ভূমি সংক্রান্ত তথ্য সম্বলিত ব্যানার ও স্টল স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে দর্শনার্থীরা ভূমি উন্নয়ন কর প্রদান পদ্ধতি, নামজারি, জমা খারিজ, খতিয়ান ও পর্চা উত্তোলনসহ বিভিন্ন ভূমি সংক্রান্ত সেবা সম্পর্কে বিস্তারিত জানতে পারছেন। ভূমি উন্নয়ন কর প্রদানের ডিজিটাল প্রক্রিয়া land.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করার পদ্ধতিও মেলায় প্রদর্শন করা হচ্ছে।
ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, ভূমি ও রেজিস্ট্রি উপ-উপজেলা ভূমি অফিসের উদ্যোগ, ২২ মে ২০২৫ (রবিবার) প্রাঙ্গণে সহকারী কমিশনার (ভূমি) নূর ই তাসমিন উর্মি-এর সহযোগিতায় ও সার্বিক তত্ত্বাবধানে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলার আয়োজকরা আশা করছেন, এই মেলার মাধ্যমে ভূমি সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং ডিজিটাল ভূমি সেবায় জনগণের অংশগ্রহণ বাড়বে। কালীগঞ্জ গাজীপুর ।
Leave a Reply