কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে পরিবেশ দূষণ এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি পৃথক মামলায় এক লাখ দুইশত টাকা জরিমানা ও দুজনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ২২ মে, ২০২৫ তারিখ(বুধবার) বিকেলে কালীগঞ্জের দড়িসোম এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই রায় দেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব নূরী তাসমিন ঊর্মি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মো: আজমত আলী (৬৫) নামে এক ব্যক্তিকে ইট ভাঙ্গার মেশিন চালিয়ে বায়ু দূষণ করার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(২) ধারায় ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তর, গাজীপুরের রিসার্চ অফিসার মো: মকবুল হোসেন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়াও, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় দুটি পৃথক মামলায় আরও ২০০/- (দুইশত টাকা) জরিমানা করা হয়। এর মধ্যে একজনকে ১ (এক) মাস এবং অপরজনকে ৩ (তিন) মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। কালীগঞ্জ থানার এস.আই শান্তি চন্দ্র দাস মাদক সংক্রান্ত মামলার প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন।
অভিযানে বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিবেশ সংরক্ষণ ও মাদক নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থান তুলে ধরে।
Leave a Reply