💜💜তুমি আমার মা💜💜
এস এম মনিরুজ্জামান আকাশ
ওগো আমার মহিয়সী জননী-
ধন্য আমি মা তোমার কাছে ঋণী,
তুমি করেছো লালন মোরে ভবে-
তার বিনিময়ে এ জীবন চাইলেও পাবে!
তুমি করেছো দশ মাস দশ দিন-
গর্ভে ধারন খোদার চির মহিমায়,
এখন দেখছি মোরা পৃথিবী রঙ্গিন-
খাই-পড়ি কাজ করি খোদার কৃপায়…
মাগো তুমি দুঃখ-কষ্ট পেলে কষ্ট পাই মোরা-
এ যেন আমার তোমার প্রাণে মায়া ধারা,
তোমার দীর্ঘশ্বাসে আরশ কাঁপে মওলা’র-
পৃথিবী হয় জান্নাত বরকতে তব দোওয়া’র!
তুমি হও আরো মহিয়সী দ্বীন-ধর্মে জগত মাতা-
পাবো ছায়া তোমার নেক দোওয়া’র বরকতে,
হবে তুমি আল্লাহর পরম প্রিয় বান্দীহ রবে সখ্যতা-
তোমার দোওয়ায় রবে মেতে ইবাদতে……
Leave a Reply