রাজবাড়ী জেলা প্রতিনিধি/ ছাব্বির হোসেন বাপ্পি: রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের অভিযানে ৬০ পুরিয়া হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন গোয়ালন্দ উপজেলার পশ্চিম উজানচর শ্রীদাম দত্ত পাড়া, এপি উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার সাঈদ প্রামানিকের ছেলে রাকিব প্রামানিক (৩০), উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার গোলাম মহিউদ্দিনের ছেলে মোঃ জানে আলম রিপন (৩৩)
গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ৪টার সময় গোয়ালন্দ ঘাট থানার উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার আইয়ুব মেম্বারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘থানার এসআই বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাকিব প্রামানিক, মো. জানে আলম রিপনকে ৬০ পুরিয়া হেরোইন সহ গ্রেপ্তার করেন। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে বৃহস্পতিবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, ‘ধৃত আসামী রাকিব প্রামানিকের বিরুদ্ধে থানায় ২টি জিআর পরোয়ানা মূলে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়াও তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় ৩টি মামলা রয়েছে।’
Leave a Reply