কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে সৈয়দ মাছ-উদ রুমি সেতুর টোলের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার বাসস্ট্যান্ডে সর্বস্তরের জনগণের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমারখালী শাখার আহবায়ক আব্দুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমীর আফজাল হুসাইন, কুষ্টিয়া শহর ছাত্র শিবিররে সভাপতি হাফেজ সেলিম রেজা, কুমারখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক সোহাগ মাহমুদ খান, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক শরিফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার মুখপাত্র পারভেজ মোশাররফ, মুশফিকুর রহমান তিহা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নয়ন হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply