কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ও কুখ্যাত একটি গরু চোর চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি নীল রঙের পিকআপ ভ্যান ও প্রায় ১৫ দিন আগে চুরি হওয়া একটি মূল্যবান গাভী উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল বড়কাউ বাজারের হরদি বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে।
ভুক্তভোগী মোঃ কবির মিয়া জানান, গত ২ জুলাই বিকেলে তার বাড়ির পাশের জমি থেকে প্রায় ২ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের একটি কালো রঙের গাভী চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর গাভীর কোনো সন্ধান না পেয়ে তিনি ৬ জুলাই কালীগঞ্জ থানায় মামলা করেন (মামলা নং-০৪, তারিখ-০৬/০৭/২০২৫, ধারা ৩৭৯ পেনাল কোড)।
মামলার তদন্তে নামে পুলিশ। স্থানীয় একটি প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, একটি নীল পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৫-৭৮১৬) দিয়ে সাতজনের একটি দল গাভীটি চুরি করে পালিয়ে যায়।
পরে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অভিযান চালিয়ে প্রথমে মোঃ জুয়েল রানা, মো. শরিফুল ইসলাম ও মোঃ সদর আলীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকার কেরানীগঞ্জ, সাভার ও রংপুরের মিঠাপুকুর এলাকায় অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেফতার করে পুলিশ।
কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন বলেন, “আটককৃতরা একটি আন্তঃজেলা গরু চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় পিকআপ ভ্যানে করে অভিনব কায়দায় গরু চুরি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং চক্রে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।”
এই ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা পুলিশের দ্রুত পদক্ষেপ ও সফল অভিযানের প্রশংসা করেছেন।
Leave a Reply