ছাব্বির হোসেন বাপ্পি: রাজবাড়ীর প্রবীণ সাংবাদিক আহসান হাবীব টুটুলকে মাদক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার।
আজ শুক্রবার জেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে টুটুলের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে টুটুলের পুত্র সিনান আহমেদ শুভ ও কন্যা লামিয়া হাবিবা সুরভী বলেন, ‘আমার বাবা কখনোই মাদকের সঙ্গে জড়িত ছিলেন না। এটি একটি সম্পূর্ণ সাজানো ও উদ্দেশ্যমূলক মামলা। তিনি জানান, গত মঙ্গলবার, ১ জুলাই ভোরে নিজ বাসভবন থেকে তাকে আটক করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
সিনান ও সুরভী বলেন, ‘আহসান হাবীব টুটুল দীর্ঘ ৩ দশকের বেশি সময় ধরে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সুনামের সঙ্গে কাজ করছেন। বর্তমানে তিনি ইউএনবি ও এনটিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি। অতীতে রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ সাংবাদিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।’
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আহসান হাবীবের পিতা মোহাম্মদ সানাউল্লাহ ছিলেন রাজবাড়ীর সাংবাদিকতার পথিকৃৎ। তার পরিবার সাংবাদিকতা ও সমাজসেবায় সম্পৃক্ত এবং অর্থনৈতিকভাবে স্বচ্ছল।
তারা অভিযোগ করেন, ‘একটি আদর্শ সাংবাদিক পরিবারে বেড়ে ওঠা মানুষ মাদক ব্যবসায় জড়িত এমন ধারণা ভিত্তিহীন। আমার বাবাকে ষড়যন্ত্র করে হেয় প্রতিপন্ন করা হয়েছে।’
তারা সাংবাদিক সমাজ, মানবাধিকারকর্মী ও সুশীল সমাজের প্রতি পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং প্রশাসনের কাছে আহ্বান জানান সাংবাদিক টুটুলের জামিন দ্রুত মঞ্জুর করে মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হোক।
সংবাদ সম্মেলনে পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
Leave a Reply