বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কারখানা নদীর ডিসি রোড খেয়াঘাটে ফেরির দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) সকাল ১১টায় ফরিদপুর ইউনিয়নের ডিসি রোড এলাকায় আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণ করেন বাকেরগঞ্জ ও বাউফল উপজেলার অন্তর্গত অন্তত দশটি ইউনিয়নের সহস্রাধিক মানুষ।
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাগুলোর মধ্যে রয়েছে বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর, দুর্গাপাশা, কবাই ও দুধল ইউনিয়ন এবং বাউফল উপজেলার কালিশুরি, ধুলিয়া, কাচিপারা, কেশবপুর, সূর্যমণি, ঘড়ীপাশা ও তালতলী ইউনিয়ন।
বক্তারা বলেন, ডিসি রোড খেয়াঘাট দিয়ে বরিশাল শহরের সাথে বাউফলের ছয়টি ও বাকেরগঞ্জের দুইটি ইউনিয়নের যোগাযোগ হয়ে থাকে। কিন্তু খরস্রোতা কারখানা নদীতে ফেরির অভাবে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে নৌকায় পার হতে হয় সাধারণ মানুষকে। অতীতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। ফলে দ্রুত ফেরি চালুর দাবি দীর্ঘদিনের হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি।
বক্তারা আরও বলেন, বরিশালে জরুরি চিকিৎসার জন্য রোগী নিয়ে গেলে বিকল্প পথে প্রায় ৫০ কিলোমিটার অতিরিক্ত রাস্তা ঘুরে যেতে হয়, যা সময় ও অর্থ দুই দিক থেকেই কষ্টদায়ক। ফেরির ব্যবস্থা হলে সরাসরি বরিশাল থেকে কালিশুরি পর্যন্ত যানবাহন চলাচল করতে পারবে। এতে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা ও পেশাগত কাজে যাতায়াত অনেক সহজ, সাশ্রয়ী ও নিরাপদ হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন—ডিসি রোড ফেরি আন্দোলনের আহ্বায়ক আব্দুল কাইয়ুম খান, সদস্য মীর মনিরুল ইসলাম, কবিরুল ইসলাম সন্যামত, কাকরধা হেলাল উদ্দিন কলেজের অধ্যক্ষ মো. নূর দারাজ, রোকন উদ্দিন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল বাশার ত্বহা, কাকরধা এ কে এম ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক মো. আবুল বাশার, ইশাপুরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান খান বাচ্চু, সমাজসেবক জে. এম. আব্দুল লতিফ, প্রভাষক এইচ. এম. জামান হোসেন, প্রভাষক মজিবুর রহমান চাপরাশি, সমাজসেবক টিটু মল্লিক, সজিব মোল্লা, মুশফিকুর রহমান, রিপন মৃধা, আল-আমিন হাওলাদার, জসিম খান, রাজিব মোল্লা, ইলিয়াস গাজী, সাব্বির মৃধা, শহিদুল ইসলাম, আশিকুর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা দ্রুততম সময়ের মধ্যে কারখানা নদীতে ফেরি সার্ভিস চালুর জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
Leave a Reply