মুহাম্মাদ রবিউল মুন্সী : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা সাহেব ইন্তেকাল করেছেন। আজ ২১ মে ২০২৫, বুধবার রাত ২টা ১৫ মিনিটে রাজধানীর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর।
আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা সাহেব ছিলেন বাংলাদেশের ইসলামী ঘরানার একজন প্রথিতযশা সংগঠক ও ধর্মীয় ব্যক্তিত্ব। দীর্ঘদিন ধরে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নীতিনির্ধারণী পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। একইসঙ্গে তিনি বাংলাদেশ মুজাহিদ কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন সেক্রেটারি জেনারেল হিসেবে।
মরহুমের নামাজে জানাজা আজ ২১ মে, বুধবার সকাল ৯টা ৩০ মিনিটে রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে অনুষ্ঠিত হবে। জানাজার পূর্বে মরহুমের কফিন কিছু সময়ের জন্য সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে।
জানাজায় অংশগ্রহণ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই), সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই), কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন সহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ, মরহুমের ঘনিষ্ঠ সহকর্মী, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
জানাজার নামাজ শেষে মরহুমের দাফনের স্থান ও সময় পরবর্তীতে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
Leave a Reply