পাবনা জেলা প্রতিনিধিঃ/ এস এম মনিরুজ্জামান আকাশ: পাবনা জেলার চাটমোহর উপজেলা পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম মৌজাস্থ ডিকসি বিলের ফসলের মাঠ থেকে (ইরিগেশন প্রকল্প)গত রবিবার (১৮ মে ২০২৫ ইং) রাতে পাঁচ ট্রান্সফরমা চুরি হয়েছে।
চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গার ফসলের মাঠে গভীরনলকূপের পাঁচটি ট্রান্সফরমার চুরি হওয়ায় কৃষকেরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এলাকাবাসী জানান,সংশ্লিষ্ট কৃষকেরা সকালে মাঠে গিয়ে দেখতে পান বৈদ্যুতিক পোলের ট্রান্সফরমার মাটিতে পড়ে আছে। জানা যায়, পার্শ্বডাঙ্গা গ্রামের আলহাজ্ব মোঃ মজিবুর রহমান, আব্দুল জলিল, আব্দুল মান্নান সরকার, সোহেল সরকার, সাইদুল সরকার এর ট্রান্সফরমার চুরি হয়েছে। স্কীমের মালিকেরা পাবনা পল্লী বিদ্যুৎ-১ এবং চাটমোহর থানায় চুরি বিষয়ে জানিয়েছেন। পুলিশকে ঘটনা থলে পরিদর্শন করেছে।
জানা যায়, বর্তমান মৌসুমের কাজ শেষ, ট্রান্সফরমার সংরক্ষণের জন্য পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি- ১ কে জানানোর পর, তারা আজ ১৯ মে ট্রান্সফরমার খুলে নেওয়ার কথা ছিল। তার আগের রাতেই গণহারে ট্রান্সফরমার চুরির বিষয়টি নিয়ে নানা গুঞ্জন ও রহস্য ঘনিভূত হচ্ছে।ট্রান্সফরমার চুরির সাথে জড়িত চক্র টি আবার সক্রিয়।পুলিশ প্রশাসন একটু তৎপর হলেই চক্রটিকে ধরতে পারবেন বলে অনেকের ধারনা।
Leave a Reply