ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি/মোঃ মনিরুজ্জামান মনির: দুনিয়ার সবকিছু বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না।”মা তো মা ই” ভালো থাকুক পৃথিবীর সমস্ত মা।
মা দিবসের সকল মায়ের জন্য বিনদ্র শ্রদ্ধা ও ভালোবাসা।
‘শুভ মা দিবস ‘
আমিও একজন মা। আমারও দুটি সন্তান আছে। জীবনে প্রথম মা হওয়ার অনুভূতি হচ্ছে এক অন্যরকম অনুভূতি। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা এমন এক অনুভূতি যা কোন ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।মা হচ্ছেন সন্তানের প্রথম আশ্রয়স্থল,সবচেয়ে আপন ও নিঃস্বার্থ ভালোবাসার উৎস। “মা তার সন্তানকে দুঃখ থেকে আগলে রাখে নিজের অশ্রু লুকিয়ে, কষ্ট লুকিয়ে শুধু সন্তানের মুখের হাসির জন্য যেন সন্তান চিরজীবন ভালো থাকে”।
আমার দুই সন্তানের কাছ থেকে মা দিবসের সারপ্রাইজ শুভেচ্ছা।
আবারও সমস্ত মায়েদের প্রতি শ্রদ্ধা ও অবিরাম ভালোবাসা।
“Happy Mother’s Day
Leave a Reply