পাবনা জেলা প্রতিনিধি: পাবনা জেলার
চাটমোহর উপজেলার গর্ব, মাসুদ রানা, জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪’-এর এ্যাথলেটিকস (৪০০ মিটার দৌড়) ইভেন্টে সারা দেশের মধ্যে গৌরবময় তৃতীয় স্থান অর্জন করেছে! শনিবার (২৬ এপ্রিল) ঢাকার সাভার বিকেএসপিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এর আগে মাসুদ—
✅ পাবনা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছিল,
✅ রাজশাহী বিভাগীয় পর্যায়েও ছিল চ্যাম্পিয়ন,
✅ আর এবার ঢাকায় জাতীয় মঞ্চে লড়াই করে অর্জন করেছে সম্মানজনক তৃতীয় স্থান।
ছোট্ট গ্রামের সরু মেঠোপথ থেকে আজ জাতীয় মঞ্চে নিজেকে প্রমাণ করে মাসুদ দেখিয়ে দিল— পরিশ্রম আর স্বপ্নের শক্তি কখনো ব্যর্থ হয় না।
অভিনন্দন মাসুদ!
তুমি আমাদের গর্ব, চাটমোহরের অহংকার।
তোমার সাফল্যের যাত্রা হোক আরও দীপ্তিময় ও অনন্য। আমরা সবসময় তোমার পাশে আছি— এগিয়ে চলো, সামনে অপেক্ষা করছে আরও বড় বড় বিজয়!
উল্লেখ্য: মাসুদ রানা পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের টলটলিপাড়া গ্রামের আব্দুল খালেক শেখ ও মোছাঃ মালেকা খাতুন দম্পতির সন্তান। সে সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা’র ব্যবস্থাপনা বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র।
মাসুদ রানার এ কৃতিত্বে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দান করেছেন বিশিষ্ট কবি-কলামিস্ট,
সাংবাদিক গবেষক, পরিবেশ ও মানবাধিকার কর্মী প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ (সভাপতি, গ্রিনপিস বাংলা, পাবনা জেলা শাখা), মুন্সী মুহাম্মদ হযরত আলী
(সাধারণ সম্পাদক- গ্রিনপিস বাংলা পাবনা জেলা শাখা) এডভোকেট মোঃ আবুল বাশার রানা (পাবনা জেলা ও দায়রা জজ আদালত)।
Leave a Reply