রবিউল মুন্সি: আলহামদুলিল্লাহ! গত ২৪ এপ্রিল ২০২৫ তারিখ বৃহস্পতিবার, গারুড়িয়া ইউনিয়ন ইসলামী শ্রমিক আন্দোলনের নতুন কমিটি গঠন অত্যন্ত সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। গঠিত কমিটি ২০২৫-২০২৬ সেশনের জন্য কার্যকর থাকবে।
অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ হলেন:
সভাপতি: মোঃ ইসমাইল মোল্লা
সহ-সভাপতি: মোঃ শাহআলম
সাধারণ সম্পাদক: মিরন হাওলাদার
নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান ইসলামী শ্রমিক আন্দোলন বাকেরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি জননেতা মোঃ ইলিয়াস হাওলাদার। কমিটি গঠন অনুষ্ঠানে উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার বিপুলসংখ্যক শ্রমিকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মোঃ ইলিয়াস হাওলাদার তাঁর বক্তব্যে বলেন, “ইসলামী শ্রমিক আন্দোলন দেশের শ্রমিক সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, জুলুম ও শোষণের অবসান এবং ইনসাফপূর্ণ শ্রমনীতি প্রবর্তনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য হলো শ্রমিক সমাজকে ইসলামী আদর্শে গড়ে তোলা এবং দুনিয়া ও আখিরাতে তাদের সফলতা নিশ্চিত করা।”
তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান, দায়িত্বকে আমানত হিসেবে গ্রহণ করে ন্যায়ের পথে, সততার সঙ্গে শ্রমিক সমাজের কল্যাণে কাজ করার জন্য।
ইসলামী শ্রমিক আন্দোলন শ্রমিকদের কণ্ঠস্বর হিসেবে জাতীয় অঙ্গনে প্রতিষ্ঠিত একটি সংগঠন, যারা ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। সংগঠনটি শ্রমিক শ্রেণির ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক অধিকার সংরক্ষণের জন্য ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত কমিটিকে শ্রমিক সমাজের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান। তাঁরা বলেন, আজকের সমাজে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্ব সময়ের দাবি। নবগঠিত কমিটির সদস্যগণ ইসলামী শ্রমনীতি অনুসরণ করে গারুড়িয়া ইউনিয়নে শ্রমিক সমাজের মধ্যে ন্যায়ভিত্তিক পরিবেশ গড়ে তুলবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানের শেষপর্বে দেশের শ্রমিক সমাজের উন্নতি, সংগঠনের অগ্রগতি এবং নবনির্বাচিত কমিটির সাফল্য কামনা করে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়।
আল্লাহ তাআলা নতুন কমিটির সদস্যদের দ্বীনের পথে অবিচল থেকে শ্রমিক সমাজের কল্যাণে কাজ করার তাওফিক দান করুন। আমিন।
Leave a Reply