কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাউলিতা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে পরিচালনা করে পার্শ্ববর্তী রয়েন গ্রামের মৃত করিম শেখের ছেলে খোরশেদ (৩২) নামে এক ইয়াবা বিক্রেতাকে২৫ পিচ ইয়াবা সহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে উপপরিদর্শক (এসআই) রিগ্যান মোল্লার নেতৃত্বে কাউলিতা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সে সময় দেওয়ান বাড়ী মোড় এলাকার বাদল মিয়ার মুদি দোকানের সামনে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় খোরশেদকে গ্রেপ্তার করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, গ্রেপ্তারকৃত খোরশেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন২০১৮এর১০(ক) দাঁড়ায় মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply