উসামা/ সোলাইমানঃ গতকাল বৃহস্পতিবার রাতে মিরপুর-১২ কালশী রোড ২২ তলা গার্মেন্টসের পাশের একটি বস্তিতে সেনাবাহিনীর মাদক বিরোধী অভিযানে ৫ জন কে আটক করা হয়। আটককৃতদের কাছে মাদক, মোবাইল ফোন ও মাদক বিক্রি করার টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের প্রথমে সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে সেনাবাহিনী তাদের কে নিয়ে পল্লবী থানায় হস্তান্তর করেন। আটককৃতরা হলেন মোছাঃ রাশেদা বেগম (৬৫) পিতাঃ মৃত মজিদ ফকির, স্বামীঃ নুরুল আলম, বাসা নম্বর ০৩, রোড ০১, ব্লক-ই, সেকশন ১১, কালশি কবরস্থান। মোসাঃ শাহিনুর বেগম (৩১) পিতাঃ মৃত হানিফ কাজী, বাসা নম্বর ০৩, রোড ০১, ব্লক-ই, সেকশন ১১, কালশি কবরস্থান, মোঃ লিটন মিয়া (৩৫) পিতাঃ মোঃ সুলতান সেখ, বাসা নম্বর ০৩,
রোড ০১ ব্লক-ই, সেকশন ১১, কালশি কবরস্থান, মোহাম্মদ ওমর আলী (৭৬)
পিতাঃ মৃত রহিম, বাসা নম্বর ০৩, রোড ০১ ব্লক-ই, সেকশন ১১, কালশি কবরস্থান, মোঃ শহিদুল ইসলাম (৪৭) পিতা মোঃ হেদায়েত আলী, বাসা নম্বর ০৩, রোড ০১ ব্লক-ই, সেকশন ১১, কালশি কবরস্থান।
Leave a Reply