মনিরুজ্জামান মনির: পাবনার ভাঙ্গুড়ায় চুরি করে নিয়ে আসা ট্রলিসহ দুই চোরকে আটক করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ।শনিবার ( ১৯ এপ্রিল) বিকালের দিকে উপজেলার প্রত্যন্ত খান মরিচ ইউনিয়নের চন্ডিপুর বাজারে স্থানীয় জনতা সন্দেহ ভাজন ভাবে তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়। আটককৃত সন্দেহভাজন দুই ব্যক্তি হলো আল আমিন (২৪) ও লিটন (২৫)। তারা দুজনে বগুড়া জেলার শেরপুর উপজেলার শিকড়ের বাসিন্দা।
পুলিশ তথ্য অনুযায়ী যানাযায়, শনিবার বিকালের দিকে উপজেলার চন্ডিপুর বাজারে একটি ট্রলিসহ আল আমিন ও লিটন নামের দুইজন ব্যক্তিকে তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় তাদেরকে এলাকাবাসী আটকে রেখে ভাঙ্গুড়া থানায় খবর দেন। খবর পেয়ে ভাঙ্গুড়া থানা পুলিশের এস আই আল আমিন তার পুলিশটিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে জানতে পারেন যে তারা বগুড়া থেকে ট্রলিটি চুরি করে নিয়ে এসেছেন। পরে পুলিশ তাদেরকে আটক করে ভাঙ্গুড়া থানায় নিয়ে আসেন এবং তাদের নিয়ে আসা ট্রলিটি স্থানীয় জনপ্রতিনিধির হেফাজতে রেখে দেন।
আটককৃতরা জানান , ট্রলিটি বগুড়া জেলার শেরপুর উপজেলার শিখর এলাকার অন্তর নামক এক ব্যক্তির। ট্রলিটি রেখে গত শুক্রবার রাতে ঘুমাচ্ছিল অন্তর । এই সুযোগে ওই দুই ব্যক্তি ট্রলি টিকে চুরি করে নিয়ে পালিয়ে যান। এর একপর্যায়ে তারা বগুড়া থেকে ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর বাজারে এসে সাধারণ জনতার হাতে আটক হয়। ট্রলির মালিক অন্তর আরও জানান উল্লেখিত ওই দুই ব্যক্তি মাদকাসক্ত ও বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত।
উক্ত ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, ট্রলিটি তার মুল মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
Leave a Reply