পাবনা জেলা প্রতিনিধি: পাবনা জেলার চাটমোহর উপজেলার সীমান্তবর্তী বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের বড় গাড়ফা গ্রামের জাহিদুর রহমানের মেয়ে জুই (৭) হত্যা মামলায় চাটমোহর থানা পুলিশ, বড়াইগ্রাম থানা পুলিশ ও নাটোর ডিবি পুলিশের যৌথ অভিযানে ৫ জনকে আটক করতে সক্ষম হয়েছেন। আজকে রবিবার (২০ এপ্রিল২০২৫) পাবনা জেলা ও দায়রা জজ আদালতে আসামীদের সোপর্দ করা হয়েছে। এর আগে সকালে চাটমোহর থানা পুলিশ এক প্রেস ব্রিফিং এ ঘটনার বিস্তারিত উপস্থাপন করেন। থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম বলেন গ্রেফতারকৃতরা গত ১৪ এপ্রিল জুঁইকে একটি কলাবাগানে নিয়ে ধর্ষণ করে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরে চাটমোহর উপজেলার রামপুর গ্রামের একটি ভুট্টার খেতে মৃতদেহ ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ মাত্র চারদিনে হত্যাকারীদের গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ গ্রেফতারকৃত পাঁচজন ঘটনার সাথে জড়িত বলে স্বীকারোক্তি দিয়েছে। এলাকাবাসীরা ধর্ষণকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন। উল্লেখ্য নিহত জুঁই এর মা অজ্ঞাতদের আসামী করে চাটমোহর থানায় হত্যা মামলা রুজু করেন।
আসামীরা গ্রেপ্তার হওয়ায় চাটমোহর থানা পুলিশসহ যৌথ অভিযানে অংশ গ্রহনকারী সকল পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। সেই সাথে স্বস্তির নিঃশ্বাস ফেলেছন; স্বস্তির বাতাস বইছে এলাকায়। মানবাধিকার সংগঠন গ্রিনপিস বাংলা পাবনা জেলা শাখার সভাপতি প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ বলেন, অভিযুক্ত গ্রেপ্তারকৃত আসামীরা সকলেই অপ্রাপ্ত বয়স্ক, তাই সাবধানে মামলা পরিচালনা করতে হবে ও দ্রুত বিচার ট্রাইবুনালে মামলার বিচার হলে ন্যায় বিচার অতিদ্রুততার সাথে নিশ্চিত হওয়ার পাশাপাশি স্বল্প সময়েই বিচার প্রক্রিয়া শেষ হবে। ধর্ষণের মহোৎসব চলছে দেশজুড়ে, এ জন্য পারিবারিক শিক্ষা ও মোবাইল ফোনের আসক্তি, কিশো গ্যাং অনেক অংশে দায়ী। আমাদের সকল কিছুর উদ্ধে নিজের পরিবার ও সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে সন্তানেরা কোথায় যায়, কার সাথে যায়, কি করে সকল বিষয়ে তদারকি বাড়াতে হবে।তবে বাস যোগ্য পৃথিবীতে আমরা আমাদের সন্তানদের ভবিষ্যত নিরাপদ করতে পারবো।
Leave a Reply